Answered 2 years ago
অর্থ উপার্জনের ক্ষেত্রে, লোকেরা এমন কিছু সাধারণ ভুল করে যা তাদের সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে। এখানে সেই ভুলগুলির মধ্যে ৭টি রয়েছে।
👉 অল্প দিনের মধ্যে বেশি অর্থ উপার্জন করতে চাওয়ার প্রবণতা, মনে রাখতে হবে অল্প সময়ে যেখানে টাকা উপার্জন করার সকল প্রকার পদ্ধতিগুলো একটা ফাঁদ।
👉 গণনা করা যায় এমন ঝুঁকি নেওয়াতে অপারগতা দেখানো।
👉 ফোকাস থেকে পুরোপুরি সরে যাওয়া। অর্থাৎ যেখানে শুরু করে সেখান থেকে অন্য জায়গায় মনোযোগ দেওয়া।
👉 অর্থ উপার্জন করার জন্য কি কি কাজ করতে হবে তার জন্য মনোযোগ না দেওয়া।
👉 কিভাবে বেশি বেশি করে অর্থ উপার্জন করতে হয় এই সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা।
👉 মার্কেটিং এর ক্ষমতাকে ব্যবহার করতে না পারা।
👉 নিজেকে পরিবর্তন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ না করা।
মনে রাখতে হবে অর্থ উপার্জন করা একটা বিশেষ দক্ষতা, দুশ্চিন্তার কোনো কারণ নেই এই দক্ষতা না থাকলে সেটি কিছুটা সময় দিয়ে শিখে নেওয়া উচিত।
ধন্যবাদ 🙏
chayan524 publisher