Answered 2 years ago
টাকার পরিমাণ ৫০০ টাকা হোক আর ৫ কোটি হোক, পরিমাণ লেখার সাথে ‘মাত্র’ লেখা হয়। আর অংকে লিখলে/= চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু এর কারণ কী?
প্রশ্ন জাগতে পারে, আপনি ব্যংক চেকে টাকার পরিমাণের সাথে কেন ‘মাত্র’ শব্দটি লিখলেন। ৫ কোটি টাকা তো আর মাত্র হতে পারে না। এটা নিশ্চয়ই অনেক টাকা! টাকার পরিমাণ যাই হোক না কেন, মাত্র লেখার একমাত্র কারণ হলো, নির্দিষ্টতা।
টাকার অংক যখন শব্দের সাহায্যে লেখা হয়, তাতে যাতে অসদুপায়ে কেউ টাকার পরিমাণ বৃদ্ধি না করতে পারেন, সে উদ্দেশ্যেই টাকার পরিমাণের সাথে ‘মাত্র’ লেখা হয় এবং একই কারণে অংকে লেখার পরে /= চিহ্ন ব্যবহার করা হয়।
noyonkhan publisher