Answered 2 years ago
অসম্ভবকে সম্ভব করেছে মানুষ। একটা সময় মানুষ ভাবতো পাখিরা যদি আকাশে উড়তে পারে তাহলে আমরা পারব না কেন অসম্ভবকে সম্ভব করে মানুষ তৈরি করেছে এরোপ্লেন, যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে স্মার্টফোন যার সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা মিনিটের মধ্যেই যোগাযোগ করতে পারি। আমরা ১৪০০ কোটি বছরের রাসয়নিক যাত্রা ও ৪০০ কোটি বছরের জটিল জৈবিক এক যাত্রাপথের মাধ্যমে আজ ধরিত্রীর ভাগ্যবিধাতা। হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস যেটা করতে পারেনি হোমো স্যাপিয়েন্স সেটা করে দেখিয়েছে। হোমো স্যাপিয়েন্সের বিবর্তনের ফলে যে প্রজাতি আসবে তারা হয়তো আমাদের থেকে আরও বুদ্ধিমান হবে আমরা যেটা করতে পারেনি আমাদের পরবর্তী প্রজাতি হয়তো টাইম মেশিন আবিষ্কার করতে পারবে।
romzanreza publisher