Answered 3 years ago
ডার্ক ওয়েব কোন রুপকথার নগরী নয় যে এখানে গেলে জাদুকরিভাবে কেউ হ্যাকিং বা অন্যান্য সাইবার অপরাধ সম্পর্কে উচ্চতর দক্ষ হয়ে উঠবে। সাধারণ ওয়েব ও ডার্ক ওয়েব এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে সাধারণ ওয়েব পাবলিক আর ডার্ক ওয়েব সুরক্ষিত গোপন নেটওয়ার্ক। আর এই সুরক্ষিত হবার সুযোগ কাজে লাগিয়ে অবৈধ কার্যক্রম বেশি হয় ওখানে।
যাই হোক, হ্যাকিং কোনো তন্ত্র-মন্ত্র না। এটা পারতে হলে আপনাকে কম্পিউটিং সিস্টেম, ডেটাবেইজ ইত্যাদি সম্পর্কে সমূহ জ্ঞান রাখতে হবে। এর কোনো শর্টকাট নেই। দুই-তিনটা টিউটোরিয়াল দেখে অনুকরণ করে হ্যাকার হওয়া যাবেনা। হ্যাকিং এর ধারণা আপনি সার্ফেস ওয়েব তথা সাধারণ ইন্টারনেটেই পাবেন।
antik publisher