Answered 3 years ago
ধরুন আপনি ১০ কেজি নিয়ে হাঁটতে পারেন, এখন ১০০ কেজি মাথায় তোলে দিলে আপনার কি কোনো অসুবিধে হবে??
উত্তর হবে, হ্যা। আপনার অসুবিধে হবে।
ঠিক তেমনি আমরা ঔষধের দোকান থেকে জ্বর মাপতে যে থার্মোমিটার কিনে আনি সেটা বানানো হয়েছে সল্প পরিসরে তাপমাত্রা পরিমাপের জন্য। এখন এটাকে যদি অধিক তাপমাত্রার কিছু মাপতে ব্যবহার করেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে।
থার্মোমিটারে যে তরল (পারদ) থাকে সেটাকে তাপ দিলে এর আয়তন বৃদ্ধি পায়। এই উষ্ণতামিতিক ধর্মের উপর ভিত্তি করেই এই যন্ত্র তৈরী করা হয়/হয়েছে। এখন অতিরিক্ত তাপ দিলে তরলের আয়তন অনেক বেশি বেড়ে যাবে এবং থার্মোমিটারের কাচ ভেঙে সেই তরল বাহিরে বেরিয়ে আসতে পারে। তাই পরামর্শ থাকবে এটা দিয়ে অধিক তাপমাত্রার কিছু পরিমাপ করা থেকে বিরত থাকতে।
rashedulrana publisher