Answered 2 years ago
জ্ঞানের জন্য বই পড়েন দেশি বিদেশি নানা লেখকের। লাগলে ইবুক পড়েন যদি ফোনের প্রতি এতই আগ্রহ থাকে। ফেসবুক গ্রুপ, বা এমন সোশ্যাল মিডিয়া গ্রুপে নানা মতের নানা মুনি থাকে যারা যুক্তি, রিসার্চ, সোর্স বলতে কিছু বোঝে না। নিজের বিশ্বাস বা ধারণা অনুযায়ী কথাবার্তা বলে। এসব লোকের কথা শুনলে বিভ্রান্ত হবেন। বিভিন্ন রিসার্চ জার্নাল, বই, ডকুমেন্টারি এসব দেখলে ও পড়লে দরকারি সব তথ্য পাবেন।
triptykhan publisher