কথা কম বলতে হবে।
কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।
চিন্তা-ভাবনা ছাড়াই কারো সাথে বন্ধুত্ব গড়ে তোলা যাবেনা।
মরীচিকার পেছনে ছোটা বন্ধ করতে হবে।
যাকে-তাকে প্রেম নিবেদন করা যাবেনা।
আবেগ নিয়ে খেলতে জানতে হবে।
নিজের গোপনীয়তার রক্ষণ করতে জানতে হবে।
মানুষ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করতে হবে।
অবসর সময়ে দেশি-বিদেশি বিখ্যাত বইগুলো পড়ে ফেলতে হবে।
জীবনযুদ্ধে ধাক্কা খেলে ভড়কে যাওয়া যাবে না।প্রতিটি ধাক্কায় আমাদের জন্য নতুন জ্ঞানের দ্বার খুলে দেয়।
জ্ঞানী হতে হলে আপনার মাঝে প্রশ্ন করার উদ্যোগ জাগ্রত হতে হবে।জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান।
জ্ঞানী ব্যক্তিদের জানার আগ্রহ অত্যন্ত প্রবল।
জ্ঞানী ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করতে ভুল করেন না।
জ্ঞানী ব্যক্তিরা কোনো সিদ্ধান্ত নিতে হলে পারিপার্শ্বিক সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নেন।
জ্ঞানী হতে হলে আপনাকে হরহামেশাই প্রেমে পড়তে হবে!(প্রেম বলতে শুধুই তথাকথিত নর-নারীর প্রেম নয়,জ্ঞানী ব্যক্তি যে কোন কিছুরই প্রেমে পড়তে পারে)
জ্ঞানী হতে হলে ভুল করতে হবে এবং পরবর্তীতে সেটি থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো ভুল করতে হবে।
কোন কিছুতেই নিরাশ এবং হতাশ হওয়া যাবে না।জ্ঞানী মানুষ জীবনকে উপভোগ করে বেড়ান।
raselrana publisher