জোয়াদ্দার ভাই, শেখ মুজিব শেখের বংশধর হয়েও কেন সে ক্ষমতালোভী ও স্বৈরাচারী শাসক ছিলেন?

1 Answers   8.8 K

Answered 2 years ago

শেখ মুজিব সম্পর্কে কোন সিদ্ধান্ত মূলক কমেন্ট করার মতো মানুষ আমি না। উনি এক বিশাল রাজনৈতিক নেতা। বড় মনের মানুষ ছিলেন। নেতৃত্বের গুনাবলী ছিল।

উনি ক্ষমতালোভী ছিলেন না। শেখ মুজিব খাটি জাতীয়তাবাদী নেতা। জাতীয়তাবাদী নেতা।

ঐসব মুখস্তমার্কা কথা উনার রাজনৈতিক প্রতিপক্ষ শিবির থেকে প্রচারিত।

জীবনের শেষ বছরে তিনি সকল দলকে নিয়ে সকল শ্রেনির মানুষকে নিয়ে একটি জাতীয় দল করে জাতীয় সরকারের আদলে দেশের শাসন পদ্ধতি চালুর কার্যকর উদ‍্যোগ নিয়েছিলেন। এটা ছিল বিদ‍্যমান ব‍্যবস্থার বা সিস্টেমের পরিবর্তন। তিনি সিস্টেম পরিবর্তন করতে চেয়েছিলেন। বাংলাদেশের গুনেধরা কলোনিয়ান সিস্টেম পরিবর্তনের এই চেষ্টার নাম ছিল দ্বিতীয় বিপ্লব। তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ছিল চারটি:

এক. দূর্নীতি খতম করা

দুই. উৎপাদন বৃদ্ধি করা

তিন. জনসংখ‍্যা নিয়ন্ত্রণ করা

চার. জাতীয় ঐক‍্য গড়ে তোলা।

এই চারটি লক্ষ‍্য অর্জনের জন‍্য তিনি স্বৈরাচারী ছিলেন।

তিনি খুব স্বাভাবিক একটি বাড়িতে সাধারণ নিরাপত্তার মাঝে থাকতেন। এটা কি প্রমাণ করে? কোন ক্ষমতালোভী স্বৈরশাসক কি এত নিরাপত্তা হীন ভাবে জীবন যাপিত করেন। উনার সবচেয়ে বড় গুন উনি মানুষকে ভালোবাসতেন আর সবচেয়ে বড় দোষ ছিল তিনি মানুষকে বেশি ভালোবাসতেন। বিশ্বাস করতেন।

আমি গর্বিত আমি শেখ মুজিবের দেশ বাংলাদেশের বাঙালি।

Rakib Afsar
rakibafsar09
379 Points

Popular Questions