জোনাকি পোকা কীভাবে রাতে আলো জ্বালায়? এটি জোনাকির কী কাজে লাগে?

1 Answers   13.4 K

Answered 2 years ago

জোনাকি পোকার দেহের পিছনের অংশে লুমিনেসেন্ট অর্গান (Luminescent Organ) নামক একটি রাসায়নিক পদার্থ থাকে। এই অর্গান থেকে লুসিফারেজ (Luciferage) ও লুসিফারিন (Luciferin) নামে দুটি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। লুসিফারেন অক্সিজেন ও এটিপির সংমিশ্রণে লুসিফারেজ তৈরি করার সময় অনুঘটিত জারনের কারনে আলো নিঃস্বরন করে। অর্থাৎ লুসিফারেজ হলো একটি এনজাইম যা থেকে আলো নিঃসৃত হয়।

জোনাকির লুসিফারিন

জোনাকিরা আলো তৈরির সময় কোন আল্ট্রভায়োলেট বা ইনফ্রারেড রশ্মি তৈরি করে না। ফলে এ আলো হয় ঠান্ডা যা থেকে প্রকৃতিতে কোনো তাপ ছড়ায় না। জোনাকির আলো হলুদ, নীলাভ-সবুজ ও ফিকে লাল হতে পারে। এ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ৫১০ থেকে ৬৭০ ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে।

মজার বিষয় হলো জোনাকিরা এ আলো এক সাথে অনেক পোকা মিলে ছন্দে ছন্দে জ্বালিয়ে থাকে। এর প্রধান কারণ হলো শিকার ও যৌন মিলনের জন্য সঙ্গীকে আকৃষ্ট করা।

Abir Ahmed
abirahmed
358 Points

Popular Questions