জেলখানা স্কুল সম্পর্কে কেউ একটু ধারণা দিতে পারবেন কি?

1 Answers   12.7 K

Answered 1 year ago

সম্পর্কিত সাধারণ মানের ছাত্র থেকে অসাধারণ হয়ে ওঠার ঘটনা বা বিসিএস ক্যাডার হওয়ার ঘটনা শেয়ার করবেন কি? অসাধারণ হবার সাথে বিসিএস ক্যাডার হবার কি সম্পর্ক? বিসিএস ক্যাডার হওয়া মানেই কি অসাধারণ হয়ে যাওয়া? আর বিসিএস ক্যাডার না হতে পারলে সাধারণ মানের? সরাসরি জিজ্ঞেস করুন, কিভাবে বিসিএস ক্যাডার হওয়া যায়? এসব উল্টো পাল্টা বিশেষণ পরিহার করুন। আর ইন্টারনেট ঘাটলে এরকম অনেক উদাহরণ পাবেন। প্রতি বছর বিসিএস এর রেজাল্ট প্রকাশ পাবার পর সংবাদ পত্রে এরকম ভুরিভুরি উদাহরণ পাবেন, কিভাবে ৬ মাস মোবাইল ব্যবহার না করে বিসিএস ক্যাডার, প্রেমিকাকে পাবার জন্য দিনরাত পড়ে বিসিএস ক্যাডার, বউ এর কসম রক্ষার জন্য বিসিএস এ সাফল্য লাভ ইত্যাদি ইত্যাদি। আমি কোন পেশাকেই তুচ্ছ তাচ্ছিল্য করি না। আবার কোনটিকেই মাথায় তুলি না। কিন্তু বর্তমানে বিসিএস এর চাকরী নিয়ে খুবই হাইপ চলছে। বিয়ের বাজারে বিসিএস পাত্র পাত্রী মানেই সোনা। বিসিএস ক্যাডার হতে না পারলে আপনি ব্যর্থ। এরকম একটি বাজে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। ফলে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী গুলোতে ঢুকলেই দেখা যায়, অধিকাংশের হাতে বিসিএস এর বই। প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ থেকেই একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে চাকরীর গাইডবই নিয়ে সব পড়ে আছে। এ কারণেই এদেশে বুদ্ধিজীবী ও বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞের সংখ্যা এত কমে যাচ্ছে। আর আপনার প্রশ্নের একটি কমন উত্তর দিয়ে দেই। এরকম ঘটনা যতগুলোই পড়েন না কেন, সবক্ষেত্রে একটি বিষয় কমন। তা হল, পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম। এগুলো পড়ে আপনি অনুপ্রানিত হোন সমস্যা নেই, কিন্তু আপনি পরিশ্রম করবেন না, শুধু অনুপ্রাণিত হয়ে থাকবেন, তাহলে এসব না পড়াই ভাল।
Baby Naznin
babynaznin
565 Points

Popular Questions