Answered 2 years ago
আসক্তি হওয়ার জন্য এত এত মাধ্যম থাকা সত্বেও আপনি জুয়া খেলার পিছনে পড়লেন কেন, বুঝি না!!
কোনো আসক্তি থেকে দূরে থাকতে চাইলে আপনাকে আরো একটা বিষয়ে আসক্ত হতে হবে; নিচের কোনো এক বা একাধিক বিষয়ে আসক্ত হতে পারেন, যেগুলোতে ক্ষয় - ক্ষতির আশঙ্কা নেই, বরং মানসিক প্রশান্তি লাভ করবেন ---
১) গল্প, উপন্যাস, স্ব - উন্নয়ন বই(self help বই) পড়তে পারেন, যা ইন্টারনেটে সহজলভ্য। আমি আবার ডাউনলোড করতে বসলে শেষ হতেই চাই না।
২)ছবি আঁকার চেষ্টা করতে পারেন, হতে পারে আপনার আঁকার হাত ভালো, কিন্তু কোনোদিন চেষ্টা করেননি তাই বুঝতে পারেননি।
৩) মন দিয়ে ভালো ভালো গান শোনার অভ্যাস গড়ে তুলতে পারেন, গানের lyrics গুলো মন দিয়ে শুনতে পারেন। আধুনিক গানের মধ্যে অনুপম রায়, শ্রেয়া ঘোষাল, জুবিন নটিয়াল, অরিজিৎ সিং এনাদের গান শুনতে পারেন।
৪) বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে পারেন, যেকোনো বিষয়ে।
৫) খুব বেশি অর্থ সামর্থ না থাকলে অল্প খরচে কলেজ বন্ধুদের দিয়ে ছোটখাটো ভ্রমন বা পিকনিকের আয়োজন করতে পারেন।
৬) বাড়ির ছোটদের সাথে মজার মজার কথা বলতে ও তাদের অপরিণত,সহজ সরল, মাধুর্যে ভরা কথাগুলো শুনতে পাবেন, এতে আপনি আপনার হারানো আপনার শৈশবের স্মৃতিগুলো ফিরে পাবেন।
৭) মাঝে মাঝে কবিতা লিখতে বসে যাবেন, হয়তো আপনার হাত থেকে সুন্দর সুন্দর কবিতা বেরিয়ে যেতে পারে, না বেরালেও সমস্যা নেই।
৮) এছাড়া রুটিন মাফিক শরীর চর্চা, ব্যয়াম, ধ্যান এসব করতে পারেন, এতে নিজের শরীরের প্রতি যত্নবান হবেন, এবং নিজেকে ফুরফুরে, হালকা লাগবে যেনো বাতাসে ভেসে বেড়াচ্ছেন
ইত্যাদি ইত্যাদি।
তবে হ্যাঁ, জুয়া খেলা দেখলেই এড়িয়ে যাবেন মনকে এই বলে সান্তনা দিয়ে যে আপনার জন্য আরও অনেক সুন্দর সুন্দর কাজ করার আছে, যেটা করলে আপনি অনেক খুশি হতে পারেন।
ahmedhelin publisher