জীবন সবসময় পরিশ্রমের সঠিক মূল্য দিতে পারে না?

1 Answers   8.3 K

Answered 1 year ago

অনেক সময় এই রকম অর্থও জীবনে প্রবাহমান।আসলে জীবনের ক্ষেত্রটাই একেক জনের জন্য একেক রকম, এবং সৃষ্টিকর্তা দ্বারা নিয়ন্ত্রীত।কেউ বিনা পরিশ্রমেই অনেক কিছু পেয়ে থাকে,কেউ কেউ অনেক সাধনা করেই অনেক কিছু থেকে বঞ্চিত হয়।সবার জন্যই আলাদা আলাদা ক্ষেত্র নির্ধারিত আমরা শুধু এতে পারফর্ম করি মাত্র। তবে পরিশ্রম ছাড়া এ জগতে কোন কিছুই সম্ভব না। পরিশ্রম নিত্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। পরিশ্রম মনে সাহস সঞ্চার করে,বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়! এই মূল্য দেখা যায় না যা অমূল্য, অনুভবের! সব পরিশ্রমের ফল তৎক্ষনাৎ পাওয়া যায় না, অনেক দীর্ঘ প্রতিক্ষার হয়ে থাকে,কিন্তু ফল আসেই, ভিন্ন ভিন্ন উপায়ে,ভিন্ন ভিন্ন দৃষ্টিতে।
Ahmed Bee
ahmedbee
248 Points

Popular Questions