জীবনে একবার প্রেম করেছি। সম্পর্ক ছিল পাঁচ বছরের। কিন্তু তাকে বিয়ে করতে পাইনি। অলরেডি বিয়ে হয়ে গেছে। এখন আমার জীবনসঙ্গী কে একথা কি শেয়ার করা যাবে?

1 Answers   9.5 K

Answered 2 years ago

আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এসব কথা না জানানো ভালো। সেটা আপনার অতীত ছিল, বর্তমান নয়। মানুষের মনের এমন কিছু কথা আছে , মনে এমন ভাবে গেঁথে যায় , যা সহজে ভোলা যায় না। আপনি যেমন ভুলতে পারছেন না।

ঠিক তেমনি আপনার এসব কথা জীবন সঙ্গী কে বললে সেও মনে গেঁথে রেখে কোন একসময় অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সম্পর্ক সবসময় সমান্তরাল ভাবে চলে না।

Rofik Ahmed
rofiqahmed
301 Points

Popular Questions