Answered 2 years ago
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এসব কথা না জানানো ভালো। সেটা আপনার অতীত ছিল, বর্তমান নয়। মানুষের মনের এমন কিছু কথা আছে , মনে এমন ভাবে গেঁথে যায় , যা সহজে ভোলা যায় না। আপনি যেমন ভুলতে পারছেন না।
ঠিক তেমনি আপনার এসব কথা জীবন সঙ্গী কে বললে সেও মনে গেঁথে রেখে কোন একসময় অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সম্পর্ক সবসময় সমান্তরাল ভাবে চলে না।
rofiqahmed publisher