ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
"সফলতা" কী সেটা আগে জানতে হবে। একেক জন একেক এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন।
আমার কাছে সফলতা হলো নিজে শারীরিক ও মানসিকভাবে ভাল থাকা এবং অন্যকে ভাল রাখা যা চাহিদার সাথে সম্পর্কিত।
ধরুন আপনার খুব ক্ষুধা কিন্তু খাবারটা রান্না ঘরে রাখা। আপনি কষ্ট করে হেটে যেয়ে রান্নাঘর থেকে খাবারটা এনে খেলেন। আবার আপনি খাবার খাওয়ার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ক্ষুধার্ত লোক আপনাকে বলল "ভাই! আমার খুব ক্ষুধা লাগছে, কিছু খাবার দেন না? আপনার খুব মায়া হলো আপনি লোকটাকে দোকান থেকে কিছু কলা রুটি দিলেন।
এখানে আপনি রান্নাঘর থেকে খাবার এনে খেলেন যা আপনার চাহিদা পূরণ এবং শারীরিক ও মানসিক প্রশান্তি পেলেন। অন্যদিকে ক্ষুধার্ত ব্যক্তির চাহিদায় আপনি মায়ায় পড়ে তাকে কিছু খাবার দেওয়া যা অন্য ব্যক্তিকে ভাল রাখা। এগুলো এধরনের সফলতা।
আর "জীবনের প্রকৃত সফলতা" এইটার অর্থ অনেক ব্যাপক। কারণ জীবন কথাটা যখন চলে আসবে তখন আপনার জীবনে যতগুলো বছর অতিবাহিত করছেন সেগুলোর মাঝে আপনার বড় সাফল্য টাকে ধরা হবে।
আবার সফলতার স্থায়িত্ব বেশি নয়। সফলতাটা চাহিদার সাথে সম্পর্কিত।
মনে করুন, ছোট বেলা থেকে আপনার খুব ইচ্ছা আপনি একজন শিক্ষক হবেন। কারণ আপনি শিক্ষককে অনেক মানুষ সম্মান করতে দেখছিলেন। পড়াশুনা শেষ করে আপনি একজন সহকারী পদে শিক্ষক হলেন। এখানে আপনার সফলতা পূরণ হলো। কিন্তু তার কিছুদিন পর দেখলেন কলেজের অধ্যক্ষকে অনেক মানুষ সম্মান করে। তখন আপনি অনেক চেষ্টা করে অধ্যক্ষ হলেন। এভাবে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন, চেয়ারম্যান হলেন। কিন্তু এখানে আপনার সফলতার স্থায়িত্ব বেশিদিন রইলো না।
সুতরাং বলা যায় আমার জীবনের সফলতা কোথায় সেটা আমি আমার জীবদ্দশায় বলতে পারবো না। আমার মরণের পর আমার দ্বারা উপকৃত ব্যক্তিরা সেটা নির্ণয় করবে।
যাহোক আমার জীবনের সফলতা হলো নিয়মিত পড়তে পারা, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক মঙ্গলার্থে কাজ বা সহযোগিতা করতে পারা, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি।
ধন্যবাদ
rasel5265 publisher