Answered 2 years ago
কারণ, যে গ্রাম বাংলার কথা, প্রকৃতির কথা তিনি তাঁর কবিতায় বলে গেছেন, সে গ্রাম বাংলা কে দেখতে হলে, দেখতে হবে জীবনানন্দ দাশের চোখ দিয়ে, এবং সে চোখে প্রকট হয়ে ধরা দেবে, শঙ্খচিল শালিখ, লক্ষীপেঁচা, ভোরের কাক, ধবল বক, কৃষ্ণা দ্বাদশীর মরা জ্যোৎস্না, যেসব বিষয়, ভারত বাংলাদেশের বিভাজন রেখাকে গ্রাহ্য করে না।
এমন অনুপম সৃষ্টিকে নিয়ে যে কৌতূহল জেগেছে, সেটা অপ্রাসঙ্গিক বা অস্বাভাবিক না হলে ও বা,
সম্ভবত: এই প্রশ্নের যথার্থ উত্তরটি দেয়া হয়ে গেছে অনেক আগেই, যেখানে এই কৌতূহলের প্রসঙ্গটিই অর্থহীন হয়ে উঠতে পারে,
'এপার-ওপার কোনপারে জানিনা
ও আমি সব খানেতে আছি।
গাঙের জলে ভাসিয়ে ডেঙা
ও আমি পদ্মাতে হই মাঝি।
এপার-ওপার কোনপারে জানিনা-
শঙ্খচিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতেই নাচি'।
Bijoy publisher