Answered 2 years ago
পৃথিবীর সবকিছুই আপনার জন্য তৈরি। কিন্তু আপনি চাওয়ামাত্র সবকিছু পাবেন না। হাইয়েস্ট সেক্রিফাইজ, হাইয়েস্ট ডেডিকেশন, কঠোর পরিশ্রম, নাছোড়বান্দার মত লেগে থাকার মানসিকতা না থাকলে আপনার সামনে থাকা জিনিসটিও অন্য কারো হয়ে যাবে।।
লাইফটা তো আর সেই ম্যাগি নুডলসের মত না যে ২ মিনিটে সবকিছু হয়ে যাবে। আপনি যখন Depression এ চিপায় পড়ে হাত পা গুটিয়ে বসে থাকেন, অন্য কেউ তখন Passion নিয়ে কাজটাতে নাছোড়বান্দার মত লেগে থাকে।
একটা ২৫ মার্চের কালরাত্রি এসেছিল বলেই আমরা একটা ১৬ ডিসেম্বরের বিজয় পেয়েছি। পৃথিবীর সকল অর্জন আসে তুমুল বাধা পেরিয়ে, তুখোড় গর্জনের ভেতর দিয়ে৷
যার হাতে কিছুই নেই, তার হাতে অন্তত সময়টুকু আছে।
একজন কোটিপতির সাথে গরীবের পার্থক্য টাকায়, ক্লাসের ফার্স্ট বয়ের সাথে লাস্ট বয়ের পার্থক্য মেধায়, রিক্সাওয়ালার সাথে পাইলটের পার্থক্য দক্ষতায়, অফিসের বসের সাথে পিওনের পার্থক্য পদের ক্ষমতায়।
অথচ একটা জায়গায় সবার সবকিছু সমান, সেটা হলো সময়। যার হাতে টাকা নেই, মগজে ঘিলু নেই, কাজে দক্ষতা নেই, তাদের সবার তো অন্তত সময়টুকু আছে৷ কোন কাজে, কিভাবে, কাদের সাথে এই সময়কে কাজে লাগাচ্ছেন, মূলত সেটাই নির্ধারণ করে দেয় কার পরিচয় কী হবে, কার লাইফস্টাইল কেমন হবে।
আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের কথা বললেই জ্ঞানের একটা বাতাস আসে, আইয়ুব বাচ্চুর কথা বললে গীটারের একটা সুর ভাবনায় চলে আসে।
আপনার নাম বললে কারো মধ্যে কি সেরকম কোনো একটা ভাব আসে?
বুঝতে পেরেছেন ঠিক কি বুঝাতে চাইলাম?
যদি কিছু একটার অভাব বোধ করেন তবে আপনি বুঝেছেন।
আজকের আনি ভবিষ্যতে একাই একটা ব্র্যান্ড এর উদাহরণ হবেন ।।
তাই শুরু করুন।।
লেগে থাকুন।।
rashedrahaman publisher