জিডি করা পাসপোর্টে ভিসা লাগে কিনা?

1 Answers   4 K

Answered 1 year ago

সম্পর্কিত সর্বনিম্ন কতদিনের মধ্যে ভারতীয় পাসপোর্ট, ভিসা তৈরি করা যায়? আজ আপনি যদি অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেন তবে সেটা আগামী পাঁচ-সাথ দিনের মধ্যে ভেরিফিকেশনের আওতায় আসবে।অর্থাৎ আগামী 5/7 দিনের মধ্যে আপনার নিকটবর্তী Passport Verification Center/Regional Passport Office/ Passport Seva Kendra ইত্যাদি সেন্টার গুলো তে আপনাকে সশরীরে সমস্ত ডকুমেন্টস নিয়ে সময় মতো হাজির হতে হবে।অনলাইনে আবেদন করার সময় আপনাকে মোটামুটি দুই থেকে তিনটি ডেট আর ভেরিফিকেশন সেন্টারের নাম দেওয়া হবে,তারমধ্যে আপনাকে যে কোনো একটি ডেট বেছে নিতে হবে।ওই দিন নির্ধারিত সময়ে আপনাকে হাজির থাকতে হবে।আজকাল জেলার হেড পোষ্ট অফিসেও কিন্তু এই কাজ গুলো হয়। ভেরিফিকেশনের পরে আপনাকে একটি Acknowledge Slip দেওয়া হবে যেখানে আপনার ফাইল নম্বর দেওয়া থাকবে।এই কাজের তিন দিনের মধ্যে আপনার লোকাল DIB অফিসের স্টাফ আপনার বাড়িতে যাবেন/ফোন করে আপনাকে DIB verification এর জন্য নির্দিষ্ট তারিখে হাজির হতে বলবেন।সেইদিন আবার সব ডুকেমেন্টস নিয়ে যেতে হবে DIB অফিসে। DIB Verification হওয়ার সাত-দশ দিনের মধ্যে স্পিড পোষ্টে আপনার বাড়িতে পাসপোর্ট চলে আসবে। সাধারনত এটাই পুরো প্রক্রিয়া,সময় লাগতে পারে কুড়ি থেকে পঁচিশ দিনের মতো। তৎকালীন পাসপোর্ট হলে সেটা আরও কম সময়ে হাতে পাওয়া যায়।এক্ষত্রে সবটাই নির্ভর করে আপনি কোথায় কি ভাবে কোন "লিঙ্ক" এর মাধ্যমে আবেদন করেছেন তার ওপরে। আর সব শেষে থাকলো - ভিসা! বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে তাঁদের ভিসা দিয়ে থাকেন।আপনি যে দেশে যেতে চান সেই দেশের এম্বাসির হেল্প লাইন নম্বরে কথা বলে দেখতে পারেন।দেশ হিসেবে ভিসা প্রদানের তারতম্য দেখা যায়। তাও একটু বলি- ইউরোপীয় যে কোনো দেশের ভিসার জন্য সময় বেশী লাগে আবার দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য-প্রাচ্যের যে কোনো দেশের ভিসা কম সময়ে পাওয়া যায়।তারমধ্যেও সৌদি আরবের ভিসার তুলনায় কুয়েতের ভিসার জন্য সময় বেশী লাগে।
Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions