Answered 2 years ago
সব ফোনেই সব gcam সাপোর্ট করে না। সাধারণত Snapdragon 600+ সিরিজ আর মিডিয়াটেকের G সিরিজের প্রসেসরযুক্ত ফোনে gcam এর সবচেয়ে বেশি সাপোর্ট পাওয়া যায় । Gcam ব্যাবহার করার জন্য Camera2API এনাবল থাকতে হয়। Techno/Infinix এবং exynos প্রসেসর যুক্ত ফোনে Gcam সাধারণত সাপোর্ট করে না।
Gcam যেহেতু প্লে স্টোরে পাওয়া যায় না তাই বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। আর অন্য কোনো ভাবে ডাউনলোড করা সম্ভব না। আপনি যেকোনো একটি ভার্সন ইনস্টল করবেন সেটি কাজ করলে তো ভালো নাহলে সেটিকে uninstall করে দিয়ে অন্য একটি ভার্সন দিয়ে আবার চেষ্টা করতে হবে। আর যদি কোনোভাবেই কোনো ভার্সন কাজ না করে তাহলে আপনি ফোনে Gcam ব্যাবহার করতে পারবেন না।
আর এতে ফোনের ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নেই যদি আপনি বিশ্বস্ত কোনো সাইট থেকে এটি ডাউনলোড করেন
Maruf Alam publisher