Answered 2 years ago
প্রথমত দেশটার নাম "জার্মানি" আর জার্মানির নাগরিকদের বলা হয় "জার্মান"।
যাইহোক, মূল প্রসঙ্গে আসা যাক। আপনি কি পড়াশুনা করার জন্য এখানে আসতে চাচ্ছেন নাকি ধর্ম প্রচার করার জন্য এখানে আসতে চাচ্ছেন? পড়াশুনা করলে প্রবলেম হবে কেনো? অবশ্য পড়াশুনা না করলে ইউনিভার্সিটি থেকে বের করে দিবে। আর আপনি যদি ধর্ম প্রচার করার জন্য এখানে না আসেন, তাহলে আপনি কোন ধর্মের মানুষ সেটা নিয়ে এখানে চিন্তা করা কমপ্লিটলি অপ্রাসঙ্গিক। জার্মানি একটা ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষের সম অধিকার নিশ্চিত করা হয়েছে। আর মুসলিমরা অমুসলিম দেশেই সবচেয়ে বেশি নিরাপদ, কারণ মুসলিমদেরকে মুসলিমরাই সবচেয়ে বেশি মারে। আপনি যদি শান্তিপূর্ণভাবে একা একা আপনার ধর্ম পালন করেন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ধর্মের নামে অশান্তি সৃষ্টি করা কিংবা এখানে এসে ধর্ম প্রচার করার ইচ্ছা থাকলে আপনার এখানে আসার দরকার নেই।
riyazulislam publisher