জামাল স্যার-এর কোর্স প্রাইস নিয়ে আপনাদের মুল্যয়ন কী?

1 Answers   1.7 K

Answered 2 years ago

খুবই ভালো প্রশ্ন, যার উত্তর আমিও খুজতেছি, তবে আমি কিছু ট্রিক্স বলে যেতে চাচ্ছি যা হয়তো অনেকেই জানে না, বা বোঝে না।

ব্যাক্তিগত প্রচেস্টায় ভিডিও এডিটিং টা শিখেছি, কখনো বই, কখনো ইউটিউব থেকে।

ফ্রিল্যান্সিং এর হাতে খরি কয়েন সুমন এর বেসিক বিজ থেকে, তখন সে ক্লাসিফাইড এড পোস্টিং এর কাজ করতো।

এর পর ২০১৬ সালে LEDP এর কোর্স এ জয়েন করলাম, যেটা সম্পূর্ণ ফ্রী ছিলো।

খেলা টা এখানেই।

যারা প্রজেক্ট টা নিয়েছিলো, সরকারের সাথে তাদের চুক্তি ছিলো ৮০% ছাত্রকে মার্কেট প্লেসে কাজ পাইয়ে দিতে হবে।

তারা সেই সর্ত পুরনের লখ্যে ৫-১০ ডলারের এক দুইটা অর্ডার দিয়ে ৫স্টার রেটিং দিয়ে দিতো। যার ফলে বাহিরের ক্লাইন্ট নক দেয়ার সময় ১-২ টা রিভিউ দেখে মোটা মুটি একটা আস্থা পেতো একই সাথে তাদের সর্ত ও পুরন হয়ে যেত।

দুর্ভাগ্য বসত তাদের সেই ৫-১০ ডলারের অর্ডার আমার কপালে জুটেনি, ১ বছর আগের নক দিয়ে ফিরে যাওয়া ক্লাইন্ট কাম ব্যাক করে এবং ২৫ ডলারের অর্ডার দেয়, কিন্তু সেই অর্ডার টা upwork এ আসলেও তখন সাইট আপডেট এর কারণে অর্ডার প্লেস কিংবা পেমেন্ট সাইটের মাধ্যমে করতে পারেনি, সরাসরি পেপালে টাকা নেই। এর পরে কনফিডেন্স এতোটাই বুস্ট হয় যে, পরের ২ মাসে ১৩০০ ডলার আয় করে ফেলি।

কথা হচ্ছে, জামাল মিয়ার ৫০ হাজার কিংবা ৫৫০ ডলার ফি নিয়ে যদি সবাইকে ১০০ ডলারের কাজ ব্যাক দেয়, তবে সবার রিভিউ পাওয়া হয়ে যায়, প্রফাইল ভারি হয়ে যায়, আর ফেসবুকে এসে গলা বাজি ও করা শুরু করে দেয়।

ফ্রিল্যান্সিং এমন একটা পরশ পাথর হয়ে দারিয়েছে মানুষের মনে যে, এখানে টাকা আর টাকা। ৫০ হাজার টাকা বেতন পাওয়া লোকটাও মনে করে ফ্রিল্যান্সিং ই তার মুক্তির উপায়।

অথচ সে ইনভেস্টর হতে পারতো উদ্দোক্তা হতে পারতো। ফ্রিল্যান্সিং না করেও, ব্লগ সাইট কিংবা এফিলিয়েট সাইট করতে পারতো। কিন্তু অনলাইন মানেই ফ্রিল্যান্সিং ভাবা মানুসগুলো এটা বোঝে না, ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা কামাতে গেলে সেই বিষয়ে চরম এক্সপার্ট হতে হয়। যারা ২০-২৫ লাখ কামায়, তারা ফ্রিল্যান্সিং করে না। করে মার্কেটিং- দ্রপ শিপিং, এফেলিয়েট, CPA বিভিন্ন ব্লগ সাইট ইত্যাদি।

অনলাইনে যদি আপনি ২টা ফ্রি টিউটোরিয়াল খুঁজে বের করতে না পারেন, তবে আপনি কিভাবে নতুন নতুন রাস্তা খুঁজে বের করবেন। (আমার এতো সময় নাই, ৫০ হাজার দিয়ে ডিরেট শিখে ফেল্লেই হয়ে গেলো।)

ট্রেনিং আপনাকে ম্যাপ দেখিয়ে দিবে, এই রাস্তায় সিলেট যায়, এই রাস্তা চিটাগাং যায়। কিন্তু কোন গাড়ীর পর কোন গাড়ি ধরতে হবে, কোন স্টেশনে নামতে হবে, সেটা খুঁজে বের করতে হবে আপনাকে।

সব কিছু জানার পরেও- অনলাইনে হাজার হাজার ডলার আয় করার পর ও ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত দাত কামরে বসে থাকতে হয়েছে, মার্কেট প্লেস এতোটাও সহজ না। জতটা আপনারা মনে করেন।


Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions