Answered 2 years ago
#পরিশ্রমের কারণে জাপান অন্যান্য যেকোনো দেশের থেকে আলাদা। জাপানিরা এত বেশি পরিশ্রম করতে পারে যা ভাবা যায় না। এরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায়৷ কাজ ছাড়া কিচ্ছু বুঝে না। এরা এত বেশি পরিশ্রম করে যে এদের সন্তান জন্মদানের জন্য যে সময় দরকার সে সময় পর্যন্ত হয় না। বর্তমানে জাপানে প্রতি হাজারে মাত্র চারজন শিশু জন্মগ্রহন করে৷ যে কারণে বৃদ্ধ লোকের সংখ্যা জাপানে বেড়ে যাচ্ছে। জাপানে সবচেয়ে বেশি মানুষ আছে একশ বছরের উপরে৷
#জাপানিরা খুব বিশ্বস্ত আর বন্ধুত্বপূর্ণ হয়। এরা মানুষকে খুব সহায়তা করে আর আপ্যায়নের ক্ষেত্রেও খুব দায়িত্বশীল হয়। বিদেশীদের যথেষ্ট সাহায্য করে থাকে।
#জাপানে আপনি কোন কিছু হারালে নিশ্চিত এটা চুরি হয় নি৷ কাছের পুলিশ স্টেশনে খুজলেই পেয়ে যাবেন।
#জাপানিরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও হিসেবি হয়৷
#জাপানে কেও অন্যায় করে সহজে পার পায় না৷
#এরা যে সকল প্রযুক্তি ব্যাবহার করে তার সম্পূর্ণই এদের নিজেদের তৈর৷।
#জাপানে কৃষকদের ন্যায্য মূল্য প্রদানের জন্য কোন বছর যদি অতিরিক্ত ফসল থেকে থাকে তা জাপানের সরকার নষ্ট করে ফেলে৷ নয়তো ফসলের দাম কমে যাবে আর কৃষক ন্যায্য মূল্য পাবে না।
#জাপান ভূমিকম্পপ্রবন এলাকা হলেও ভূমিকম্পের ক্ষতি খুব কমই হয়৷ এরা এদের বসতবাড়ি এভাবেই তৈরি করে মিছে যাতে ভূমিকম্পে তেমন ক্ষতি না হয়৷
#জাপানিরা খুব দেশপ্রেমিক৷ তারা চায় না আর কোন বিশ্বযুদ্ধ লাগুক৷
এছাড়াও অনেক কারণ আছে যে কারণে জাপানিরা অন্যদের থেকে আলাদা৷
ধন্যবাদ.....
nabilahmed publisher