Answered 2 years ago
ট্রেনকেই জাপানের একমাত্র বাহন বলা যায়। আন্ত সিটি চলার জন্য বুলেট ট্রেন বা সিনকানসেন চলে । শহরে মেট্রো তো আছেই। জাপানে যারা আয় করেন তাদের জন্য ট্রেন খুব ব্যায় বহুল নয়। তবে যারা টুরিস্ট তাদের কাছে মনে হতে পারে। বিশ্বের সব থেকে আধুনিক ট্রেন সিস্টেমের মালিক জাপান। সেকেন্ড হিসাব করে চলে। যারা চাকরী করেন তাদের বেতনের সাথে মাসিক ট্রেন ভাড়া ও দিয়ে দেয়। এখনো সকালে অফিস টাইমে ট্রেনে ধাক্কা দিয়ে লোক উঠানোর জন্য প্রতিটা স্টেশনে লোক দেখা যায়।
khadiza publisher