Answered 2 years ago
আমরা হয়তো শুনেছি ইলেকট্রিক গ্রিড ফেল হয়ে গেছে এর ফলে ইলেকট্রিসিটি আসছে না , অথবা বিভিন্ন কারণে গ্রীড নাম শুনেছি। তাই আজকে আপনাদের বোঝাবো গ্রিড কি এবং কেন গ্রিডের প্রয়োজন।
গ্রিড কি ?
আমরা বাড়িতে যে ইলেক্ট্রিসিটি পাই তা সাধারণত power plant, সোলার প্লান্ট , জলবিদ্যুৎ , বায়ুশক্তি কে কাজে লাগিয়েও পেতে পারি।
কিন্তু সোলার শক্তি থেকে শুধুমাত্র দিনের বেলাতেই ইলেকট্রিসিটি পেতে পারি , অথবা জলবিদ্যুৎ থেকে বর্ষাকালে সব থেকে বেশি ইলেক্ট্রিসিটি পেতে পারি , অথবা power plant এ মেনটেইন করার জন্য ৩০ থেকে ৪৫ দিন বন্ধ রাখতে হয় , কিন্তু আমাদের বাড়িতে সারাক্ষণই ইলেকট্রিসিটি পেয়ে থাকি। কিন্তু কিভাবে হয় এগুলো ? এগুলির জন্যই গ্রিডের ব্যবহার করা হয়ে থাকে।
সহজে ভাষার বলতে গেলে , সোলার প্লান্ট ,পাওয়ার প্লান্ট ,হাইড্রো পাওয়ার প্লান্ট ইত্যাদি power plant থেকে আগত বৈদ্যুতিক শক্তিকে একই জায়গায় যুক্ত করা হয়। যা গ্রিড নাম পরিচিত।
এই গ্রিডের কাজ হলো বিভিন্ন মাধ্যম থেকে আগত বিদ্যৎ কে ম্যানেজ করে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়া , যার ফলে যদি সোলার প্লান্ট থেকে কোনো ইলেকট্রিসিটি নাও আসে তাতেও আমাদের বাড়ির ইলেকট্রিসিটি যেন চলে না যায়।
আরো একটি উদাহরণ হলো : সাধারণত ২ বছরের মধ্যে একটি পাওয়ার প্লান্ট কে maintenance করতে হয় , ওই maintenance করার জন্য সাধারণত বর্ষাকাল ভালো সময় , ওই সময় জলবিদ্যুৎ থেকে বেশি ইলেকট্রিসিটি পাওয়া যায়। তাই ওই সময় জলবিদ্যুৎ থেকে ইলেকট্রিসিটি গ্রীডে পৌঁছয় এবং গ্রিড থেকে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি আসে। অর্থাৎ যেকনো মাধ্যম থেকে উৎপন্ন ইলেকট্রিক শক্তি প্রথমে গ্রীডে পৌঁছয় তারপর গ্রিড থেকে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি আসে।
belaluddin publisher