জরাসন্ধ নামে অর্থ কী? জরাসন্ধ কোন রাজ্যের রাজা ছিলেন? তাঁহার পিতা মাতার নাম কী ছিল?

1 Answers   14.2 K

Answered 2 years ago

মগধের রাজা ছিলেন জরাসন্ধ।

জরা নামক এক রাক্ষসী তার দুই উপরাংশ সন্ধ অর্থাৎ যুক্ত করে তাকে পুর্ণ মানবাকৃতির রূপ দিয়েছিল। তাই তার নাম জরাসন্ধ।

জরাসন্ধের পিতার নাম রাজা বৃহদ্রথ।

জরাসন্ধের পিতা রাজা বৃহদ্রথের বিয়ে হয়েছিল কাশীর রাজার যমজ দুই কন্যার সাথে। রাজা তার দুই স্ত্রীকেই সমান ভালোবাসতেন, কিন্তু কারো কোন সন্তান ছিলো না। ঋষি চন্দকৌশিক একবার তার কাছে এলেন।এবং একটি একটি মন্ত্র পড়া আম তাকে দিয়েছিলেন বর হিসেবে।যে আম তার স্ত্রীদের খাওয়ালে তারা সন্তান জন্ম দিতে পারবে। বৃহদ্রথ আমটি দুই ভাগ করে দুই স্ত্রীকে খাওয়ালেন। এর ফলে তাঁর দুই স্ত্রী অর্ধেক বাচ্চার জন্ম দিলো। রাজা রেগে গিয়ে অর্ধাংশ দুইটি বনে ফেলে দিতে নির্দেশ দিলেন। সেই বনে জরা নামক এক রাক্ষসী বসবাস করতো। সে দুইটি অর্ধাংশ দেখতে পেল এবং অর্ধাংশ দুইটি যুক্ত করে একটি পূর্ণ বাচ্চা বানালো। জরা বাচ্চাটিকে রাজার কাছে নিয়ে গেলো এবং ফেরত দিয়ে দিলো। জরা বাচ্চাটির দুইটি অংশ জুড়ে দিয়েছিলো, তাই বাচ্চাটির নাম রাখা হলো জরাসন্ধ।

Monira Khatun
monira404
355 Points

Popular Questions