জমি কিনে কয়েক বছর পর বিক্রি করলে লাভ হয় অন্যদিকে ফ্ল্যাট কিনে কয়েক বছর পর বিক্রি করলে করলে খুব একটা দাম পাওয়া যায় না কেন?

1 Answers   9.8 K

Answered 2 years ago

খুব দারুন প্রশ্ন , এই প্রশ্নের জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ।

আসুন জেনে নিই কেন এমন হয় ।

আপনি সোনা কেনেন আসা করি সোনার তৈরি জিনিস কিনেছেন , আপনি জানেন সোনা এমন এক জিনিস যা দাম বাড়ে কিন্তু কমে খুব কম । জমি কিন্তু সোনার মতোই ।

আপনি জমি কিনুন তা ফেলে রাখুন দেখবেন এক সময় তার দাম দ্বিগুন কারণ -

  1. ও ব্যাবহৃত জমি - জমিটি আপনি ব্যবহার করেন নি বা তার উপর বাড়ি বানালেও জমির শক্তি আরো বৃদ্ধি পেয়েছে , ক্রেতা ইচ্ছা মতো নিজের বাড়ি সাজাতে পারবেন প্রয়জনে ঘর সংখ্যাও বাড়াতে পারবেন ।
  2. সময় - আপনি কে সময় জমিটি কিনেছিলেন ( 2000 সাল) সেই সময় সে জমির আসে পাশের অবস্থা বসবাস যোগ্য ছিল না কিংবা মার্কেট / বাজার খুব দূরে তাই জমির দাম কম ছিল । কিন্তু বর্তমানে পারিপার্শ্বিক উন্নতির জন্য জমির দাম বেড়ে যায়।

ফ্ল্যাট

এখানে ক্রেতার ইচ্ছে মতো ঘর বাড়ানোর স্বাধীনতা থাকে না ।

আবদ্ধ চার দেয়াল , যখন বেক্ষন এর জন্য আলাদা খরোজ ইত্যাদি থাকে।

আপনি ফ্ল্যাট কিনছেন অর্থাৎ

একটি স্থান যা অন্যের ফ্ল্যাটের ছাদের উপর অবস্থান করে এতে নিজের জমি পাবেন না ।

সবটাই ইট বালি পাথর সিমেন্ট দিয়ে তৈরি যার ক্ষয় আছে । এই সমস্ত বহু ছোট কারণ ফ্ল্যাটের দাম কমিয়ে দায়।

আবার ফ্ল্যাটের চাহিদা বেশি

এটা একটি এমন কারণ যা অত্যাধুনিক যুগের ছোয়া পেয়েছে , শহরে সব কিছুর কাঁচা কাছি হাতের নাগালে সব পাওয়ার জন্য মানুষ নিজের অতি সুবিধার জন্য ফ্ল্যাট কেনেন।

নিরিবিলি , নিরাপদ ও একাকীত্ব থাকার জন্য ফ্ল্যাট এর প্রচলন বেশি ।


Belal Uddin
belaluddin
391 Points

Popular Questions