Answered 2 years ago
আমাদের সংস্কৃতিতে,জন্মদিনে গুরুজনদের প্রণাম করা, মন্দিরে গিয়ে পূজো দেয়া, পায়েস খাওয়া এসবেরই রীতি। পূজো দিতে গিয়ে মন্দিরে যে প্রদীপ জ্বালানো হয়, সেটা জ্বলতেই থাকে, নিভিয়ে দেয়া হয় না। প্রদীপের উজ্জ্বল শিখার মতোই, জীবনও যেন উজ্জ্বল হয়ে উঠে, এটাই জন্মদিনের প্রার্থনা।
প্রশ্নে, প্রদীপ শব্দটি ব্যবহার করা হয়েছে বলেই, আমাদের ক্ষেত্রে জম্মদিন পালনের রীতিটি উল্লেখ করতে হলো।
যাই হোক, জন্মদিনে কেক কাটা, মোমবাতি জ্বালানো, হ্যাপি বার্থডে গান করা, এসব বিদেশী সংস্কৃতি থেকেই এসেছে। এবং আমরা এটাকে অনুসরণ করি।
মোমবাতি নিভিয়ে দেয়ার কারণ হিসাবে যেটা বলা হয়, সেটা হলো, মোমবাতি নিভে যাওয়ার পর যে ধোঁয়া সৃষ্টি হয়, সেই ধোঁয়ায় মিশে থাকে শুভ জন্মদিনের প্রার্থনা, ইচ্ছা, কল্যাণ কামনা।
ধোঁয়া যেহেতু উপর দিকে উঠে মিলিয়ে যাচ্ছে, ভাবা হয় জন্মদিনের সুন্দর ইচ্ছেগুলো, প্রার্থনা, মঙ্গল কামনা, এসব ঈশ্বরের কাছে পৌঁছাবে এবং ঈশ্বর সেগুলোর বাস্তবায়নের জন্য আশীর্বাদ করবেন।
ধন্যবাদ।
Aniket publisher