Answered 2 years ago
আফরান নিশোর একটা ইন্টারভিউতে দেখেছিলাম- তিনি বলেছিলেন,পোশাকের ক্ষেত্রে তিনি দেশীয় ব্র্যান্ডই বেশি পরেন;বেশি পছন্দ করেন।তবে আফরান নিশোর নির্দিষ্ট কোনো পোশাক ব্র্যান্ড নেই।যখন যেটা খুশি সেটাই পরেন বলে তিনি ইন্টারভিউতে দাবি করেছিলেন।
তাছাড়া বাংলাদেশ পোশাক শিল্পে খুবই সমৃদ্ধ এবং উন্নত।বাংলাদেশের পোশাক বহির্বিশ্বে রপ্তানি হয়।কাজেই আফরান নিশো বাহিরের কোন ব্র্যান্ডের পোশাক পরেন বলে মনে হয় না।বাংলাদেশের কিছু কিছু ব্র্যান্ড যেমন- ক্যাটস আই,আড়ং,রিচম্যান,ইয়েলো,এক্সটেসি ও অঞ্জন্স সহ অনেক বড় বড় ব্র্যান্ড হয়েছে।এসব ব্র্যান্ডের প্রতি অনেক সেলিব্রেটিদের ও রুচিশীল মানুষের ঝোঁক রয়েছে।
অভিনয় শিল্পীরা সাধারণত বিভিন্ন পোশাক ব্র্যান্ড এবং ফ্যাশন হাউজের মডেল ও দূত হয়ে থাকেন।সেসব দিক বিবেচনায় নিলে অভিনয়শিল্পীদের পোশাকের নির্দিষ্ট কোন ব্র্যান্ড আসলে হয়ে ওঠে না।তাদেরকে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পোশাকই পরিধান করতে হয়। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে গিফটের পোশাক তো আসেই।
আর ইদানীং বাংলাদেশে নতুন নতুন ফ্যাশন হাউজ তৈরি হচ্ছে।নতুন নতুন পোশাকের ব্র্যান্ড তৈরি হচ্ছে।এসব ব্র্যান্ডগুলোর শোরুম উদ্বোধন এর ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন জনপ্রিয় মডেল এবং অভিনেতাদের কাছে ধরনা দিতে হচ্ছে।
dilipkumar publisher