Answered 2 years ago
আশিষ চৌধুরী ভাইয়ের উত্তরটা ঠিকাছে। সাথে আরো কিছু যোগ করছি।
আপনি চাইলে সমস্যার গোড়াতে হাত দিতে পারেন। ওদের নেতার কাছে গিয়ে ভাল মন্দ পরামর্শ করেন। অভিযোগের সূরে কথা গুলা না বললে ভাল। ওনাকে হাত করতে পারলে সমস্যা কিছুটা সলভ্ হবে।
এখন হাত করবেন কিভাবে?
আমার মতে মানুষ সবসময় নিজের স্বার্থ আগে দেখে। নেতাদের ক্ষত্রে কথাটা বেশি সত্য। আপনি উনাকে এমন কিছু অফার করেন যেন উনার মনে হয় আপনি উনার উপকার করছেন। আপনি যত চতুর হবেন, আপনার খরচ তত কম হবে। এমন কোন অফার করবেন না যে আপনার লস হয়। উনাকে বিজনেস রিলেটেড বা, উপহার সামগ্রী দিয়ে কিছুদিনের জন্য হলেও বন্ধুত্ব করতে পারেন।
এখন হয়তো আপনার মনে হতে পারে আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আপনি ভাবছেন ডিরেক্ট অ্যাকশন নিলেও হয়। কিন্তু সমস্যা হচ্ছে ওরা আপনার পিছু ছাড়বে না। খুব লাকি হলে আপনার সমস্যার সমাধান ডিরেক্ট ওয়েতে হতে পারে। কিন্তু রিস্কটা কতটা নিতে ইচ্ছুক সেটাও ভাবার বিষয়।
আরেকটা কাজ করা যায়, যেটা দীর্ঘমেয়াদী। এলাকায় সেম সমস্যায় যারা আছেন তাদের নিয়ে একটা কমিটি গঠন করতে পারেন। যতই বলুন, একলা কুকুর সব সময় মার খায়। একলা সমস্যা ডিল করার চেয়ে একতাবদ্ধ হয়ে ডিল করা অনেক গুণ সহজ। সবাই সমীহ করে চলবে।আশা করি, আপনার সমস্যা সমধানের একটা সহজ উপায় বের হবে। ভাল থাকবেন।
jahidarif publisher