ছোটলোক চেনার উপায় কী?

1 Answers   1.7 K

Answered 2 years ago

একবার এক বড়লোক এক জায়গায় অনেকগুলা হীরা রাখে,সেখান থেকে একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে।

হীরের মালিকের রাতের ঘুম উড়ে যায়।

ইঁদুর মারার জন্যে সে এক ইঁদুরশিকারীর কাছে যেয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে ন্যায্য মজুরী দেয়া হবে।

শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয় সে দেখে, হাজারের ওপর ইঁদুর একে অন্যের সংগে গুঁতোগুঁতি করছে, কেউ বসে কেউ শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে।

শিকারি তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হীরে বার করে মালিকের হাতে সেটা তুলে দেয়। শিকারি নিজের মজুরী বুঝে নিয়ে যখন সেখান থেকে যেতে নেয় তখন মালিক আশ্চর্য হয়ে শিকারির কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন,

-হাজারো ইঁদুরের মধ্যে কি ভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হীরে গিলেছে..??

শিকারি জবাবে বলে,

-খুব সহজ স্যার। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়,

সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সংগে মেলামেশাবন্ধ করে দেয়, নিজেকে তখন সাধারনের চেয়ে আলাদা মনে করে।

বর্তমান সমাজে কিছু কিছু মানুষের মধ্যে ও এমন আচরন পরিলহ্মিত হয় যা তার যোগ্যতার চেয়ে যখন বেশি পেয়ে যায়,,এরাই প্রকৃত ছোটলোক।


Bivor Shaim
bivorshaim
486 Points

Popular Questions