ছোটবেলা থেকে দেখে আসা 'ঈদ'কে বদলে 'ইদ' করল বাংলা একাডেমি, যেটি কিনা পশ্চিমবঙ্গে বাংলা আকাদেমি — এই সবগুলোর মধ্যে আসলে কোনটা সঠিক এবং কেন?
0
0
1 Answers
7.7 K
0
Answered
2 years ago
বাংলা ভাষায় "ঈদ" একটি বিদেশী শব্দ। তৎসম ও তদ্ভব ইত্যাদি শব্দের বানান বাংলা (এবং সংস্কৃত ব্যাকরণ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া) ব্যাকরণের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বিদেশী শব্দের বাংলা বানানে আমাদের ব্যাকরণের নিয়ম খাটেনা। বিদেশী শব্দগুলো প্রায় সবই কিন্তু মূল শব্দটির উচ্চারণ বাংলা বর্ণমালা ব্যবহার করে প্রকাশ করা মাত্র। তাই বাংলা একাডেমি বিদেশি শব্দের বানানে আদর্শকরণ করতে সেসব শব্দ থেকে দীর্ঘ-ই কার, দীর্ঘ-উ কার ইত্যাদি বাদ দিচ্ছে।
লক্ষ্য করে দেখেন, একাডেমি শব্দটাও আগে একাডেমী লেখা হত। সেটাও একই আদর্শ অনুসারে এখন হ্রস্ব-ই কার দিয়ে একাডেমি লেখা হয়।
shuvokhan06 publisher