ছোটবেলা থেকেই শুনে আসছি, শায়েস্তা খাঁর আমলে নাকি এক টাকায় আট মণ চাল পাওয়া যেত। শায়েস্তা খাঁ কে ছিলেন এবং তার সময়ে কি জিনিসপত্র সত্যি এত সস্তা ছিল? কীভাবে?

1 Answers   8.6 K

Answered 1 year ago

ছোট বেলা থেকে শুনলেও, এটা কোন বিশেষ ঘটনা নয়। সেই আমলে এমনিতেই জিনিসপত্রের দাম কম ছিলো। এই ব্যাপারে শায়েস্তা খাঁ এর কোন বিস্ময়কর অবদান নেই। ওই যুগে এমনিতেই দাম কম ছিলো। এটা কোন বিশেষ ঘটনা নয়। আজকের দিনে ৮ মণ চাল কিনতে কত টাকা লাগে? এক মণ চালের দাম ২০০০ (+/-) টাকা। সেই হিসাবে, একটু দরদাম করে কিনলে ১৫,০০০ টাকায় আট মণ চাল কেনা যাবে। এবার ধীরে ধীরে পেছনে গিয়ে দেখি: মাত্র ২৫ বছর পেছনে যান। ছবিতে ১৯৯৭ সালের বাজার দর দেখা যাচ্ছে। সেই সময় চালের কেজি ছিল মাত্র ১০ টাকা। তখন ৩৫০ টাকাতেই এক মণ চাল পাওয়া যেতো। সেই হিসাবে, একটু দরদাম করে কিনলে ২,৫০০ টাকায় আট মণ চাল কেনা যেতো। এবার ৪০ বছর পেছনে যান। ১৯৮৩ সালে গরুর মাংসের কেজি ছিলো ২০ টাকা। সেই সময় ১-২ টাকাতেই এক কেজি চাল পাওয়া যেতো। এক মন চালের দাম ছিল ৩০-৪০ টাকা। দরদাম করে কিনলে ২৫০ টাকায় আট মণ চাল কেনা যেতো। এতক্ষণ যা বললাম সেগুলো আমি নিজেই দেখেছি। এবার মুরব্বীদের অভিজ্ঞতার কথা বলবো। এবার ৬০ বছর পেছনে যান। ১৯৬৩ সালে গরুর মাংসের কেজি ছিলো ৫০ পয়সা। খাসির মাংস ৭৫ পয়সা। সবই এক টাকার নীচে !! এক টাকায় তিনটি মুরগী পাওয়া যেতো। সেই আমলে চালের কেজি বড়জোর ৩-৫ পয়সা ছিল। এক মণ চালের দাম হতো ১.৫০ টাকা (এক টাকা পঞ্চাশ পয়সা)। খুব সহজেই ১০-১২ টাকা দিয়ে আট মণ চাল কেনা যেতো। একটুও বাড়িয়ে বলছি না। ৭০+ বয়সের যে কোন মানুষকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন - তিনি এক টাকায় তিনটি মুরগী দেখেছেন। তিনি ১-২ টাকায় এক মণ চাল দেখেছেন। শায়েস্তা খাঁ ক্ষমতা পেয়েছিলেন ১৬৬৪ সালে। আজ থেকে প্রায় ৩৬০ বছর আগে। আপনাকে মাত্র ৬০ বছর পেছনে দেখিয়েছি। তাতেই আট মণ চালের দাম মাত্র ১০-১২ টাকা পাওয়া গেছে। অরো ৩০০ বছর পেছনে গেলে কি পাওয়া যাবে সেটা বুঝতে পারছেন তো? শায়েস্তা খাঁ এর আমলে, আট মণ চালের দাম বড়জোর ৩০-৪০ পয়সা হবার কথা। এক টাকা তো অনেক বেশি !!
Deloar Mahmud
Deloar Mahmud
647 Points

Popular Questions