Answered 2 years ago
এগুলো কে মূলত "Signal Induction Lamp" বলা হয়। এছাড়াও আরও বিভিন্ন নামে ডাকা হয়। যেমন- Call blinking flasher, Mobile flash sticker, Led flashing sticker ইত্যাদি।
রেডিও ফ্রিকোয়েন্সি কাজে লাগিয়ে, কোন ধরনের ব্যাটারির সাহায্য ছাড়াই এই ফ্ল্যাশটি জ্বলে উঠতো. কল আসলে। এই ফ্লাশ স্টিকার গুলো মূলত GSM নেটওয়ার্ক এর উপর বেইজ করে বানানো হয়েছিলো. 350–900Mhz এর মধ্যে চলে। যে কারণে বর্তমানের লেটেস্ট স্মার্টফোন গুলোতে এটা কাজ করার সম্ভাবনা খুবই কম।
এই স্টিকার গুলো AliExpress, Alibaba, এবং Daraz এর মতো ই-কমার্স প্লাটফর্মে এখনও পাওয়া যায়। চাইলে অর্ডার করে নিতে পারেন।
anafkhan publisher