Answered 2 years ago
বিবর্তনের ধারাবাহিকতায় মেয়েরা নিজেদের সহজলভ্য হিসেবে উপস্থাপন না করে লাজুক আচরন করবে। পরে সবচেয়ে সহিংস ও প্রতিযোগিতায় প্রথম ছেলেটির সামনে নিজেকে চড়া দামে বিক্রি করবে। কিন্তু এটাও একপ্রকার বিবর্তনীয় কৌশল।
স্ত্রী সদস্যরা প্রজননে সম্মতি দেবার আগে পুরুষ সদস্যদেরকে বাধ্য করতে পারে তাদের সন্তানের জন্য বেশ বড় মাপের কোনো বিনিয়োগ করাতে, যেন আসলেই সঙ্গমের পরে কোনো পুরুষের সেই নারীকে ত্যাগ করলে তার আর লাভবান হবার সম্ভাবনা থাকে না।
রিচার্ড ডকিন্সঃ সেলফিস জিন
ছেলেদের প্রজননগত উপযোগিতাঃ সেক্স +সাপোর্ট দিতে পারা
মেয়েদের প্রজননগত উপযোগিতাঃ সেক্স করতে পারা
তারমানে একটি মেয়ে সেক্স করতে পারলেই প্রজননগত উপযোগী। কিন্তু ছেলেকে প্রজননগত উপযোগী হতে হলে সেক্সের সাথে সাপোর্ট দিতে হবে।
কেন ছেলেদের সাপোর্ট দিতে হয়?
উত্তরঃ রিচার্ড ডকিন্সের মতে স্থলজ প্রানীজগতে সেক্সে মেয়েদের ইনভেস্ট/বিনিয়োগ বেশি। মেয়েদের সেক্স সস্তা নয়। বরং তাদের গর্ভবতী করে দিবে। জলজ প্রানী মাছের ক্ষেত্রে উল্টো। মাছের ডিম্বানু সস্তা। শুক্রানু দামি। তাই মেয়ে মাছ ইচ্ছেমতো ডিম্বানু ছেড়ে দেয়। পুরুষ মাছ খুব সাবধানে ডিম্বানুর উপর বীর্যপাত করে। নতুবা শুক্রানু পানিতে ভেসে চলে যাবে। তাই বলা হয় মাছের মায়ের পূত্রসুখ। মাছের পিতার ভূমিকা বেশি।
একটি ছেলে সেক্স করার উপযোগী হলেই সেক্স করতে পারবে না। যার সাথে সেক্স করবে তার ধারন ক্ষমতা থাকতে হবে।
যেমন অতি গরম পানি প্লাস্টিকের কাপে ঢাললে কাপ নষ্ট হয়ে যাবে। তাই পানি একটু ঠান্ডা করে ঢালতে হবে। কারন প্লাস্টিকের কাপের ধারন ক্ষমতা নেই।
তেমনি একটি মেয়ে এমন ছেলের সাথে সেক্স করবে যে গর্ভাবস্থায় মেয়েটাকে সাপোর্ট দিবে। এমনকি লং টাইম তার গর্ভের সন্তানকেও সাপোর্ট দিবে।
কিন্তু এখানেই সমস্যা। কেননা বীর্যপাত+আর্থিক সাপোর্ট একজন ছেলে পাচজন মেয়ের করতে পারে। তাহলে বাকি চারজন ছেলে যৌন বেকার নয় কি?
আপনি যদি ছেলে হয়ে সেক্স+সাপোর্ট উভয়টি দিতে পারেন। তবুও মেয়েরা সহজে সেক্স করতে রাজি হবে না। বরং যাচাই করবে।
বিশ্বস্ত স্বামী হবার প্রবণতা বিষয়ে অবশ্যম্ভাবীভাবে জনগোষ্ঠীতে পুরুষদের মধ্যে আমরা বেশ বৈচিত্র্য লক্ষ করি। যদি স্ত্রী সদস্যরা এই বৈশিষ্টগুলো আগে থেকে শনাক্ত করতে পারে, তাহলে সেই ধরনের পুরুষদের বাছাই করার মাধ্যমে তারা তাদের নিজেদের উপকার করবে। আর স্ত্রী সদস্যদের জন্য সেটি করার একটি উপায় হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে সহজে পুরুষের ডাকে সাড়া না দেওয়া, তারা নিজেদের সহজলভ্য হিসাবে উপস্থাপন করে না, ‘লাজুক' একটি আচরণ করা। কোনো পুরুষ যে-কিনা যতক্ষণ না সঙ্গমের জন্য অবশেষে স্ত্রী সদস্যটি সম্মতি দেয় ততক্ষণ অবধি অপেক্ষা করার জন্য যথেষ্ট ধৈর্যশীল নয়, সে সম্ভবত ভালো বিশ্বাসী স্বামী হবার মত উপযুক্ত নয়। কোনে৷ দীর্ঘ সময়ব্যাপী ‘এনগেজমেন্ট' বা বাগদান পর্বের উপর জোর দিয়ে, কোনো স্ত্রী সদস্য সাধারণত বহু। অনুপযুক্ত, অমনোযোগী পাণিপ্রার্থীকে বাতিল করে দিতে পারে এবং অবশেষে সে শুধুমাত্র সেই পুরুষের সাথে সঙ্গম করে যে তার বিশ্বস্ততা আর অধ্যাবসায়ের গুণাবলীর পূর্ব-প্রমাণ প্রতিষ্ঠা করেছে। স্ত্রী-সদস্যসুলভ ‘লজ্জা” আসলেই প্রাণীদের মধ্যে প্রায়শই দেখা এবং এই কথা প্রযোজ্য দীর্ঘ বাগদান কিংবা কোটশাপ পর্বের ক্ষেত্রে।
বইঃ সেলফিস জিন
অধ্যায়ঃ ব্যটল অব সেক্স।
লেখকঃ রিচার্ড ডকিন্স।
এমনিতেও ছেলেদের দেহের কোন মূল্য নাই। মেয়েদের দেহের মূল্য আছে। ছেলেদের দেহের মূল্য মেয়েরা উপলব্ধি করতো ব্যপকহারে সন্ন্যাস হলে।
কেন ছেলেদের দেহের মূল্য নেই?
উত্তরঃ ডকিন্সের মতে সংখ্যায় বেশি ও সহজলভ্য হলে মূল্য থাকে না।
ধন্যবাদ
abdullahalnafi publisher