Answered 2 years ago
ছেলেরা চোখ দিয়ে দেখে মুগ্ধ হয়, মন দিয়ে কল্পনা করে রোমাঞ্চিত হয়, আর ক্রোমোজোমের তাড়নায় আকর্ষিত হয়!
চোখ হচ্ছে প্রথম মুগ্ধতার উৎস , বাহ্যিক সৌন্দর্য এখানে বড় একটা ভূমিকা পালন করে ।
দ্বিতীয় পর্যায়ে - ঐ মেয়েটির কথা, চালচলন, ঢং ( হিন্দিতে- আদাহ ), আবেগিয় বহিঃপ্রকাশ ইত্যাদি সব দেখে কল্পনায় নানান রঙের জাল বোনে ।
তৃতীয় পর্যায়ের আকর্ষণ মাত্রা নির্ভর করে ক্রোমোজোমের উপরে অর্থাৎ ঐ মেয়েটি বাচ্চা উৎপাদনের জন্য কতটুকু উপযুক্ত বা উর্বর তার উপর। স্বাস্থ্যউজ্জ্বল চামড়া , সুগঠিত দেহ, উঁচু বক্ষ, চিকন কোমর, প্রশস্ত নিতম্ব ইত্যাদি ।
১ম বা চোখের পছন্দ শুরু হয় ছেলেদের মনের সচেতন স্তরে ,২য় পর্যায়ের পছন্দ শুরু হয় অবচেতন মনে ( কল্পনায় , স্বপ্নে ) , আর ৩য় পর্যায়ের পছন্দ শুরু হয় অচেতন মনে- জৈবিক ভাবে।
প্রেমের গভীরতা , সম্পর্কের স্থায়িত্বও নির্ভর করে একটি ছেলে কোন কোন পর্যায়ের আকর্ষণ কত তীব্রভাবে অনুভব করছে তার উপর।
abduladi publisher