ছাত্র হিসেবে কোনো দক্ষতা না শিখেই কিভাবে বিনিয়োগ করে সপ্তাহে ৮০০০-এর বেশি টাকা আয় করতে পারবো? এরকম কোনো বিশ্বস্ত সাইট বা অ্যাপ আছে কি?

1 Answers   12.6 K

Answered 2 years ago

ছাত্র জীবন হচ্ছে শেখার সময়।

আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতে না পারেন তাহলে সত্যি কথা আপনি জীবনে কিছুই করতে হবে না।

দুনিয়াতে অনেক স্মার্ট লোক আছে।

এখন আর স্মার্ট হয়ে কিছু করা যায় না।

আপনাকে স্মার্ট এবং কঠোর পরিশ্রম করতে হবে।

তা না পারলে সত্যি কথা আপনার জীবনে অনেক কষ্ট হয়ে যাবে।

তাই এই বয়সে শিখার সময়।

পরিপূর্ণভাবে এ সময় কাজে লাগান এই সময় চলে গেলে আর ফিরে পাবেন না।

Nahiyan Bin Josim
nahiyan
315 Points

Popular Questions