ছাত্রলীগ গত দশ/পনেরো বছরে দেশের জন্য কী কী করেছে? অথবা তাঁদের অবদানগুলো কী কী?

1 Answers   14.3 K

Answered 1 year ago

আমি SFI এর কর্মী ছিলাম। কাকাবাবু (মুজাফ্ফার আহমেদ) তৈরি ভারতের কম্যুনিষ্ট পার্টি(মার্কসবাদী)র সাখা সংঘটন। বাংলাদেশের আওয়ামী লীগের সাখা ছাত্র সংগঠনের ব্যাপারে জানি না। তবে এটুকু বলতে পারি, ছাত্রসংগঠন গুলির ক্যাম্পাসের বাইরে রক্তদান ক্যাম্প, চ্যারিটেবেল মোবাইল হেল্থ চেকাপ ও ডাক্তারী ক্যাম্প,বৃক্ষ রোপন, বিভিন্ন কাজের বাইরে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ খুব কম থাকে। মিটিং, মিছিল ছাড়া। নেই বললেই ভালো হয়।
Sohanur Rahaman
sohanurrahaman
264 Points

Popular Questions