Answered 2 years ago
ছাত্রলীগের কাউকে কাউকে নিয়মিত নিজের পকেট থেকে খরচ করতে দেখি। এটাকে আমি ইনবেস্টমেন্ট হিসেবে ধরে নেই। তারা ইনবেস্ট করছে, পরে চক্রবৃদ্ধিহারে তা তুলে নেবে বলেই বিশ্বাস। টাকাটা লাভের অঙ্কে দাড় করাতে তাদের খুব যে পরিশ্রম করতে হবে বা পথ খুঁজতে হবে তা কিন্তু না। আমি আপনি পথ খুঁজি কিন্তু যাদের হাতে ক্ষমতা থাকে পথ তাদের খুঁজে নেয়। কমিটি দেওয়া, প্রোগ্রাম করা, দুঃস্থ সহায়তা সহ বহু পথ আছে যেখান থেকে কিছু কাটছাঁট করা যায়।
যারা সেবা করতে চায় তারা স্বার্থ দেখে না। আজকে একটা ১৫-ই আগস্ট হোক, কালকে আপনি এই অতি উৎসাহী ছাত্রদের পাবেন না। ৭৫ এ একজন বাঘা সিদ্দিকী ছিলো। এখন দেশে আর কোনো বাঘা নাই।
পুনশ্চ:- মাওলানা ভাষানী তরুন মুজিবের হাতে ৫০ পয়সা বাস ভাড়া দিয়ে বললেন নারায়ণগঞ্জ যেতে, বিশেষ একটা কাজ দিয়ে দিলেন। মুজিব কাজ শেষে ফিরে আসলেন এবং ভাষানীর সাথে সাক্ষাত করার সময় ৫০ পয়সা ফেরত দিলেন! ভাষানী অবাক।
-সে কি, তুমি নারায়ণগঞ্জ যাও নি?
-গিয়েছিলাম, কাজ সম্পন্ন করেছি।
-এই যে টাকা ফেরত দিলে! গিয়েছো কিভাবে?
-আমার সাইকেলে করে গিয়েছিলাম, টাকাটা বেচে গেছে!
bivorshaim publisher