Answered 2 years ago
কলেজ জীবনের প্রথম দিকের ঘটনা) আমার বাসা কলেজের খুবই কাছে। একদিন আমি হাফ পেন্ট পরে বাসা থেকে বের হলাম। কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেলো এবং রিকুয়েস্ট করলো কলেজে যাওয়ার জন্য। আমি ভাবলাম ক্ষতি কি বন্ধুদের সাথে দেখা করে চলে আসবো। কলেজের ভিতরে ডুকার সাথে সাথেই সবগুলো বন্ধু বেড়িয়ে আসলো। সবাই মিলে মাঠের এক পাসে আড্ডা দিচ্ছিলাম। আহা জমে উঠেছিলো আড্ডা টা কিছুক্ষন পরেই কলেজের কেরানি এসে বলছিলো ওই যে প্রিন্সিপাল সার ডাকছে (স্যার ভেবেছিলো আমরা সবাই লেখাপড়া রেখে গ্যাং বানাচ্ছি)। পিন্সিপালের কাছে যাওয়ার সাথে সাথেই বলছিলো "কি করছিলে ওখানে সবাই মিলে?" তোমাদের নাম এবং রোল নম্বর বলো। সবাই আমাকে দড়িয়ে দিলো (এদিকে আমি ভয়ে সবার পিছনে দাঁড়িয়ে আছি অন্যদিকে আমার পরনে হাফ পেন্ট
স্যার আমাকে দেখা মাত্রই বলছিলো:-
স্যার:- "এই ব্যাডা তুই কি লেখাপড়া করতে এসেছিস নাকি ফুটবল খেলতে। বাসা কই তোর,বাবার নাম কি?"(খুব রেগে)
আমি:- কলেজের পাশেই অমুক পাড়ায়।
স্যার:- তোর সাথে কথা বলা ইচ্ছে নেই আমার। তুই এখন এই মুহুর্তে তাড়াতাড়ি যা পেন্ট টা চেঞ্জ করে আস। আর হ্যা তোর নাম রোল নম্বর দিয়ে যা।
আমি:- নাম হৃদয়। রোল নং ১২২. সাথে মোবাইল নম্বর।
আমি কলেজ থেকে বেড় হয়েই আমাকে আমি চিনি না অবস্থা (মনেমনে ভাবছি ১ সপ্তাহ কলেজে যাওয়া যাবে না)। তার পরেরদিন এক বন্ধুর কাছে শুনলাম। পিন্সিপাল এসেছিলো আমাকে খুজেছে।
পিন্সিপাল এসেই বলছিলো "গতকাল যে হারাজমজাদা টা ফুটবল খেলতে কলেজে আসছিলো। সে হারামজাদা রোল নং বলেছে ১২২ আর নাম বলেছিলো হৃদয়। কিন্তু চ্যাক করে দেখি নাম সুমাইয়া আক্তার। সে মিথ্যা বলেছে। "ওই ছেলেটার নাম কি?তোমাদের কারো কাছে ওর ফ্যামিলির মোবাইল নাম্বার আছে? " কি ভয়ানকই না ছিলো ব্যাপার টা। কিন্তু এখন মনে পরলেই হেসে উঠি
ahmedsakib publisher