Answered 2 years ago
ছত্রাক একটি ক্লোরোফিলবিহীন উদ্ভিদ। এই ক্লোরোফিল সবুজ উদ্ভিদের মধ্যে থাকে যার মাধ্যমে সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরী করতে পারে। ছত্রাক তা পারেনা।ছত্রাক সাধারন পঁচা কাঠ বা বস্তু বা মৃতু জীবদেহের উপর জন্ম গ্রহন করে। ছত্রাক তার হস্টোরিয়া( শিকড় কিন্তু এটি গাছের মত শিকড় নয়, বিশেষ গঠনের তাই একে হস্টোরিয়া বলে) পঁচা কাঠ বা মৃতু জীবদেহের অভ্যান্তরে প্রবেশ করিয়ে খনিজ লবন পানি অথবা পুষ্টি পদার্থ শোষন করে নিজের খাদ্য সংগ্রহ করে বা পূষ্টি সাধন করে।এজন্য ছত্রাককে পরভোজী বা মৃতভোজী বলা হয়।
suriyasultana publisher