Answered 1 year ago
১:Instrument(যন্ত্র):-
ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইলের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলে চোখের নিচে কালো দাগ হতে পারে।
২:মানসিক চিন্তার কারণে:-
অনেক সময় মানসিক চিন্তার কারণে রক্তের সঞ্চালন কমে যায়।এই কারণেও চোখের নিচে কালো দাগ হতে পারে।
৩:ঘুমের অভাব
চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার উপায়:-
কাঁচা হলুদ,নারকেল তেল আর আমন্ড তেল:-
সামান্য পরিমাণ কাঁচা হলুদ বাটা,নারকেল তেল আর আমন্ড তেল মিশিয়ে চোখের নিচে কালো দাগের ওপর লাগিয়ে রাখুন।শুকিয়ে গেলে ধুয়ে নিন।
ঠাণ্ডা টি-ব্যাগ:-
টি-ব্যাগ ব্যবহার করার পরে ঠান্ডা করে নিন। তারপর চোখের উপর ১০মিনিট রেখে দিন।এতে খুব দ্রুত দূর হবে চোখের নিচের কালো দাগ।
শসা:-
পরিমাণ মত শসা কুচিয়ে ও দই দিয়েমিশিয়ে
নিন।তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
এরপর এই মিশ্রণটি চোখের নিচে কালো দাগের ওপর লাগিয়ে নিন।তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।সেই অংশে আমন্ড বা নারকেল তেল লাগান।আরোপড়ুন
tariktarik.2022 publisher