চোখের সমস্যা থাকলে মেডিকেল টেস্ট ফিট আসে কিনা? কাতারে যাওয়ার জন্য।

1 Answers   13.9 K

Answered 1 year ago

১:Instrument(যন্ত্র):-

ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইলের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলে চোখের নিচে কালো দাগ হতে পারে।

২:মানসিক চিন্তার কারণে:-

অনেক সময় মানসিক চিন্তার কারণে রক্তের সঞ্চালন কমে যায়।এই কারণেও চোখের নিচে কালো দাগ হতে পারে।

৩:ঘুমের অভাব

চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার উপায়:-

কাঁচা হলুদ,নারকেল তেল আর আমন্ড তেল:-

সামান্য পরিমাণ কাঁচা হলুদ বাটা,নারকেল তেল আর আমন্ড তেল মিশিয়ে চোখের নিচে কালো দাগের ওপর লাগিয়ে রাখুন।শুকিয়ে গেলে ধুয়ে নিন।

ঠাণ্ডা টি-ব্যাগ:-

টি-ব্যাগ ব্যবহার করার পরে ঠান্ডা করে নিন। তারপর চোখের উপর ১০মিনিট রেখে দিন।এতে খুব দ্রুত দূর হবে চোখের নিচের কালো দাগ।

শসা:-

পরিমাণ মত শসা কুচিয়ে ও দই দিয়েমিশিয়ে

নিন।তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করুন।

এরপর এই মিশ্রণটি চোখের নিচে কালো দাগের ওপর লাগিয়ে নিন।তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।সেই অংশে আমন্ড বা নারকেল তেল লাগান।আরোপড়ুন

Tarik Ahmed
tariktarik.2022
223 Points

Popular Questions