চেয়ার-এর ইংরেজি শব্দ কী?

1 Answers   4.9 K

Answered 1 year ago

ইংরেজি যে শুধু মাত্র একটি ভাষা এটি মানতেই অনেকের বদহজম হয়। তারা ধারণা করেন যে পরিষ্কার বাংলা এর চেয়ে বাংলা ইংরাজি মিশিয়ে বাংলিশ বা বাংলা হিন্দি মিশিয়ে বা-ন্দি বললে নাকি তারা জাতিগত ভাবে উন্নীত হন। এই কথা শুনেই কিছু ভদ্রোমহোদয় মন্তব্য করতে পারেন “আপনি কি চেয়ার(chair) কে কেদার বলেন ? টেবিল(table) কে কি বলেন চারপায়া ?” - ঠিকই বলেছেন সময়ের সাথে সাথে অনেক বিদেশি শব্দ বাংলা মায়ের কোলে স্থান পেয়েছে। কিন্তু এর সাথে কি নিম্নলিখিত উদাহারণ গুলির তুলনা চলে!- “তুমি cry করোনা baby, আমি সবসময় তোমার side এই আছি” / “suppose ধরো …” / “তুই যখন ask করলি তখনই কথাটা আমার মনে পড়লো” / ‘লেট করলে দেরি হবে’/‘আপু, ইভিনিংয়ের ড্রেসটা খুবই নাইস ছিল!’ (আপনার শোনা কিছু মনে পড়লে মন্তব্যে জানান) এমন মিশ্রণ করে কথা বলে তারা হয়তো ভাবেন হংস মধ্যে রাজহংস হইয়াছি, কিন্তু তারা বুঝতেই পারেন না তিনি হংস মধ্যে বক যথা হইয়াছেন। আপনার কর্তব্য কী ? আপনি আত্মবিশ্বাস(আমার ভাষা অন্য কোনো ভাষার চেয়ে ছোট বা বড় নয়) এর সাথে সুন্দর শুদ্ধ বাংলা তে প্রতিউত্তর করুন। তার ভুল ধরানোর কোনো প্রয়োজন নেই। তারা কয়েকদিন পর থেকে নিজেরাই বিব্রত বোধ করবেন এবং দুধের সাথে একটা গোটা ডিমের শক্তি যুক্ত প্যাকেট বন্দি দুধ ছেড়ে গরুর দুধ ও গোটা একটা হাঁসের ডিম আলাদা আলাদা ভাবেই খাবেন বলেই আমার বিশ্বাস। (অনুরোধ: দুইজন বাঙালি সর্বদা চেষ্টা করুন নিজের মাতৃভাষায় বার্তালাপ করুন।) প্রসঙ্গত উল্লেখ্য , আমি ছোট থেকে একটি জিনিস লক্ষ করেছি, বাঙালি(শিক্ষিত) অনেক ভাষাতেই পটু, এটি গর্ব করার বিষয়। পশ্চিমবঙ্গে লক্ষ করেছি একজন অবাঙালীর সাথে কথা বলার সময় প্রথম থেকেই হিন্দি বা ইংরেজি বলতে শুরু করে দেন বাঙালি ভদ্রলোকটি, একবার যাচাই করেও দেখেন না তিনি বাংলা বোঝেন কিনা! এমন জিনিস কিন্ত কোনো হিন্দিভাষী রাজ্যে পাবেন না। তাই আপনার হিন্দি বা অন্য ভাষা শেখার তাগিদ জন্ম নেয়। আর পশ্চিমবঙ্গে থেকে বেশির ভাগ অবাঙালি এর কোনো তাগিদ জন্মায় না বাংলাটা শেখার। কারণ ভাষাগত কোনো সমস্যায় তারা ভোগেন না। (এখানে কোনোভাবেই হিন্দি কে ঘৃণা বা হিংসা করলাম না, আত্মসমালোচনা করলাম মাত্র, ভুলত্রুটি হলে অবশ্যই মন্তব্যে জানাবেন) । নমস্কার। জয় বাংলা। জয় বাঙালি।
Masrafu mortoza
masrafimortoza
336 Points

Popular Questions