চুল পড়ার সমস্যা থেকে কীভাবে মুক্তি পেতে পারি?

1 Answers   4.7 K

Answered 1 year ago

কিছু ঘরোয়া পদ্ধতি :— ১/পেঁয়াজ এর রস মাথায় লাগান। ২/আমলকী পিষে তার রস। ৩/ডিম দই এক সাথে ফাটিয়ে লাগাতে পারেন। ৪/রসুন সাথে নারকেল তেল গরম করে তারপর ঠান্ডা করে মাথার স্ক্যাল্পে লাগান। এই সব লাগানো ছাড়াও খাদ্য তালিকায় প্রোটিন, ভিটামিন সি , ই আর আয়রন জিংক যুক্ত খাবার গুলো রাখুন। হার্বাল তেল ও শ্যাম্পু যা ব্যবহার করে দেখতে পারেন।তবে তাতে সবক্ষেত্রে ফলপ্রসূ নাও হতে পারে। একজন ডার্মাটোলজিস্ট বা ডার্মাটোসার্জেন এর পরামর্শ নিন।
Mohabbat
mohabbat
281 Points

Popular Questions