চীন হুমকি দিয়েছে যুদ্ধ লাগলে সদ্য নির্মিত ভারতের অটল টানেল উড়িয়ে দিতে বিশেষ সময় ও লাগবে না। এমন গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ বানানোর সময় কি তাহলে নিরাপত্তার দিকটি সেভাবে খেয়াল রাখা হয়নি?

1 Answers   6.7 K

Answered 2 years ago

মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান আক্রমণ করে তখন অনেক মার্কিন জেনেরাল তাদের সরকারি report এ জানায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের অত‍্যাধুনিক সেনাবাহিনী ও বিমান বাহিনী অতি অল্প দিনে তালিবান দের খতম করে আফগানিস্তানে পশ্চিমী গণতন্ত্র স্থাপন করতে পারবে। আজ কুড়ি বছর বাদেও আফগানিস্তান থেকে তারা তালিবান দের উৎখাত করতে পারল না, তাদের অত‍্যাধুনিক অস্ত্র শস্ত্র দিয়েও। সোভিয়েত AK 47 রাইফেল হাতে এবং RPG কাঁধে নেওয়া তালিবানরা কী এমন জাদু জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরাস্ত করতে হিমশিম খেয়েছে এবং খাচ্ছে?

উত্তরটা হল সুরঙ্গ বা টানেল। আফগানিস্তান মূলত পার্বত্য এলাকা। তালিবান রা সেই সোভিয়েত আমল থেকে তাদের দখলে থাকা এলাকায় পাহাড়ের ভেতর অসংখ্য সুরঙ্গ বানিয়ে রেখেছে। মার্কিন হামলার আঁচ পেলেই তালিবানরা এই সুরঙ্গগুলোতে পালিয়ে যেত। পাহাড়ের ভেতর এই সুরঙ্গগুলো মানুষের বানানো সব থেকে সুরক্ষিত bunker এর থেকেও বেশি সুরক্ষিত। মার্কিন বিমান বাহিনী এই সব সুরঙ্গ লক্ষ করে হাজার হাজার কিলোর ordnance ফেলেছে কিন্তু সুরঙ্গগুলো অক্ষত রয়ে গেছে। সুরঙ্গ নষ্ট করতে তারা বিশেষ bunker buster ordnance ও ব‍্যবহার করেছে কিন্তু তাতেও বিশেষ লাভ হয়েনি কারণ সুরঙ্গগুলো এতটাই পাহাড়ের ভেতরে যে বিশেষ bunker buster bombs এর পক্ষেও তা ভেদ করা সম্ভব হয়েনি। মার্কিন সেনাবাহিনী special operations এর লোক পাঠিয়েও বিশেষ সুবিধা করে উঠতে পারেনি।

তাহলে আপনার মনে হয় যে চীন ভারতের অটল টানেলের কিছু করতে পারবে যা বেশিরভাগ জায়গায় মাটির কয়েক কিলোমিটার ভিতরে? উত্তর কোরিয়াও মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের পারমাণবিক মিসাইল দিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়। চীনের এই হুমকিটাও অনেকটা এই এক হুমকির মত।

অটল টানেল ওড়াতে হলে বেশ কয়েকটা পারমাণবিক বোমা লাগবে এবং সেগুলোকে সুরঙ্গের ভিতরে ফাটাতে হবে সুরঙ্গ ধ্বংস করতে হলে। Bunker buster ordnance যা বাঙ্কার ধ্বংস করতে ব‍্যবহার করা হয়ে তারাও এই ভাবে কাজ করে। এই বোমাগুলো তাদের kinetic energy দিয়ে অথবা Shaped charge ব‍্যবহার করে বাঙ্কারের মোটা কংক্রিটের আস্তরণ ভেদ করে বাঙ্কারের ভিতরে গিয়ে তার explosive payload detonate করে। এর ফলে বাঙ্কারের ভেতরটা ধ্বংস হয়ে যায়।


একটা বাঙ্কার বাস্টারের সফল পরীক্ষা।

বাঙ্কার বাস্টারগুলোও সুরঙ্গের মুখে ব‍্যবহার করতে হবে বাকি জায়গায় সুরঙ্গের উপর যে পাহাড় আছে তা কংক্রিটের মত কাজ করে এবং non nuclear bunker buster খুব বেশি গভীরে যেতে পারে না, তাই তা এক্ষেত্রে অকেজো।

এবার বলার বিষয় হল যে এই bunker buster বিমানে করে ফেলা হয় তাই চীনা বিমান বাহিনীকে ভারতের বেশ কিছুটা ভেতরে এসে এই বোমা ফেলতে হবে। ভারতীয় বায়ু সেনা এবং air defence কী হাত গুটিয়ে বসে থাকবে? তা ছাড়া চীনারা No First Use Policy মেনে চলে মানে তারা কখনোই প্রথমে পারমাণবিক বোমা ব‍্যবহার করবে না তাই তারা পারমাণবিক বোমা ব‍্যবহার করবে না এই টানেল ওড়াতে যদি না ভারত তাদের উপর পারমাণবিক হামলা করে।

যদি এত প্রতিকুলতা অতিক্রম করে তারা সুরঙ্গের মুখে দুটো বোমা ফেলেও দেয় তাতে সুরঙ্গ ধ্বংস হবে না। সুরঙ্গের মুখে কিছুটা মাটি ধশে যাবে কিন্তু তা অল্প দিনে পরিষ্কার করে আবার সুরঙ্গ চালু করে দেওয়া যাবে।

তাই এই সুরঙ্গ পুরোপুরি ধ্বংস ক‍রতে হলে ট্রাকে করে টানেলের ভিতরে বোমা ফাটাতে হবে। তার উপর এই সুরঙ্গ এতটাই লম্বা যে এক্ষেত্রে কয়েক ডজন ট্রাক লাগবে।

In fact অটল টানেল যে পথে বানানো হয়েছে সেখানে চীনারা এই টানেলের উপর সরাসরি নজরদারি করতে পারবে না। বর্ডারের রাস্তায় লেখা থাকে এই অংশে আপনি শত্রুর নজরদারির আওতায় আছেন। মানালি থেকে লাদাখ পর্যন্ত আগের যে রাস্তা ছিল তাতে চীন নজরদারি করতে পারলেও এই রাস্তায় তা অসম্ভব। তাই অটল টানেল চীনের direct line of sight এও নেই।

তার মানে Border Road Organisation অবিবেচকের মত সুরঙ্গ বানায়নি অনেক ভেবে চিন্তে বানিয়েছে। চীন যাকে বলে psychological warfare এ লিপ্ত হয়েছে তাই এই সব বাজে হুমকিতে ভয়ের কোন কারণ নেই।


Mohabbat
mohabbat
281 Points

Popular Questions