Answered 2 years ago
# প্রতিদিন কোন বইয়ের 30 টি পাতা পড়ুন, বছরে আপনার 30 টি বই পড়া হয়ে যাবে।
# প্রতিদিন দশ টাকা করে সঞ্চয় করুন, বছরে ₹৩৬৫০ টাকা জমা যাবে।
# প্রতিদিন অন্তত 1 মাইল দৌড়ান, বছরে ৩৬৫ মাইল দৌড়ানো হয়ে যাবে।
# প্রতিদিন ১% উন্নত হওয়ার চেষ্টা করুন, বছরের শেষে ৩৭ গুন উন্নত হয়ে যাবেন।
# প্রতিদিন কুরা'তে একটি উত্তর লিখুন, বছরে ৩৬৫ টি উওর হয়ে যাবে।
আমি চালাক হওয়ার অর্থ মানে বুঝি যথেষ্ট দক্ষ, সময়োপযোগী এবং শিক্ষিত হয়ে ওঠা। তাই এই বিষয়গুলি উল্লেখ করলাম। অনেকেই হয়তো মনে করতে পারেন প্রশ্নের সাথে আমার উত্তরের তেমন সাদৃশ্য পাওয়া যাচ্ছে না। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে, বুঝতে পারবেন আমি সঠিক কথাই বলেছি।
ছোট ছোট জিনিস গুলি আমরা অবহেলা করি। কিন্তু এই ছোট ছোট জিনিস গুলো যত্নসহকারে গুরুত্ব দিয়ে অভ্যাস করলে আমরা কর্মনিপুণ এবং চালাক হয়ে উঠতে পারব।
Mamun Khan publisher