Answered 2 years ago
চার্জার-এর খুব একটা ক্ষতি হবার সুযোগ নেই। তবে মোবাইল থেকে খুলে নেওয়ার পর যদি প্লাগের সুইচটি অন্ থাকে তাহলে বিদ্যুত্স্পৃষ্ট হবার সম্ভাবনা আছে।এছাড়াও জোরালো বাজ পড়লে অথবা বারবার কারেন্ট আসা যাওয়া করলে কিংবা ভোল্টেজের ওঠানামায় চার্জার ক্ষতিগ্রস্ত হতে পারে। আর শুধু প্লাগে ঝুলে থাকলে পড়ে গিয়ে খারাপ হবার সম্ভাবনা প্রবল। পড়ে যাওয়ার ফলে চার্জারের অভ্যন্তরের ক্যাপাসিটর বা ফিউজ পয়েন্ট অথবা IC বা মাদার বোর্ড খারাপ হবার সম্ভাবনা আছে।
sopnil.sopno publisher