চার্জারের তার যদি বড় হই তাহলে কি চার্জ হতে বেশি সময় লাগবে?

1 Answers   12.8 K

Answered 3 years ago

তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে রেজিস্টিভিটি বাড়বে তাই চার্জ হতে বেশি সময় লাগবে কিন্তু এই প্রভাব পড়বে কখন তা নির্ভর করে কত লম্বা তার, এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং ভোল্টেজ কত এসবের উপরে।


Sopno Sopnil
sopnilsopno
359 Points

Popular Questions