Answered 2 years ago
চন্ডাল, নীচ জাতিবিশেষ।
লোকমুখে ‘চাড়াল’ শব্দটি গালি হিসেবেই ব্যবহৃত হয়। লোকসমাজে ব্যক্তির স্বভাব-চরিত্র, রুচি-অভ্যাসের নিকৃষ্টতা তুলে ধরা হয় ‘চাড়াল’ গালি দিয়ে।
চণ্ডাল হল হিন্দু সমাজের নিম্নতম অস্পৃশ্য জাতি। মনু (মনুসংহিতা) অনুসারে শূদ্রের ঔরসে ব্রাহ্মণ কন্যার গর্ভে যে জন্মায় সে চণ্ডাল। এদের স্পর্শে প্রায়শ্চিত্ত করতে হয়। এরা শহরের বাইরে বাস করত, শহরে আসতে হলে দুটি কাঠি বাজিয়ে সবাইকে সাবধান করে হাঁটত।
ujjolahmed publisher