চারটা লাইট একটা ফ্যানের জন্য কত এ্যাম্পিয়ারের ব্যাটারি এবং কত ওয়াটের সোলার প্যানেল লাগে?

1 Answers   8.3 K

Answered 2 years ago

চারটি লাইট যদি আমরা এলইডি লাইট ধরি তাহলে 20w এবং একটি ফ্যান ৫৬ ইঞ্চি ফ্যান এটা হল ৮০ ওয়াট তাহলে আপনার মত পাওয়ার আসবে 160 ওয়াট ।

নিচে আমরা ব্যাটারির সাইজ এবং কত ওয়াট এর সোলার কিনতে হবে সেটা ম্যাথমেটিকালি দেখালাম

চার টা লাইট led =20*4=80w

একটা ফ্যান = 80*1=80w

মোট =160w

Current=160/220= 0.73A

Starting current= 0.73*1.25=0.92~1A

Power= 220*1=220w

এখানে হিসেবে আপনার ২২০ ওয়াট আসছে আপনি চাইলে ৩০০ ওয়াটের একটি সোলার প্যানেল কিনতে পারেন।

আমরা ব্যাকআপ টাইম আট ঘণ্টা ধরে নিচ্ছি

Battary size= (power*Backup time)/battary voltage

Battary size= 220*8/12= 146.66~200AH

ব্যাটারির ক্ষেত্রে আপনার ১৪৬ এম্পিয়ার অর আসছে কিন্তু এই সাইজের ব্যাটারি পাওয়া যায় না আপনি ২০০ এম্পিয়ার ,12 ভোল্ট বা এর চাইতে একটু বড় আড়াইশো এম্পিয়ারের কাছাকাছি ব্যাটারি কিনতে পারেন।

আশা করছি আপনার উত্তর পেয়েছেন।ধন্যবাদ


Alia Khatun
Alia Khatun
553 Points

Popular Questions