চামড়ার পণ্য তৈরি করতে চাই। একটা ভালো ব্র্যান্ড নেম দরকার। আমাকে কি কেউ সাহায্য করবেন?

1 Answers   1.8 K

Answered 2 years ago

ধন্যবাদ, আপনার সুন্দর প্রশ্নটি জন্য, অবশ্যই ব্র্যান্ড নেম তৈরী করার আগে আপনাকে কাস্টমার প্রোফাইলিং ভালোভাবে করতে হবে।

খুব সাধারণভাবে -

আপনি পণ্য কার কাছে বেচবেন?

ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট পদ্ধতিতে বেচবেন?

B2B নাকি B2C, D2C সেলস মডেলে বিজনেস করবেন?

কোন বাজারে পণ্য বেচবেন?

মোটামুটি কাস্টমার সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করার পর ব্র্যান্ড নেম তৈরি করা উচিত।

ব্যবসার জন্য একটি চিরন্তন সত্য কথা মনে রাখতে হবে “Your Dog Will Decide The Dog Food”

কি পণ্য বানাবেন? ব্যবসার নাম কি রাখবেন? পণ্যের দাম কত হবে? পণ্য কোথায় বেচবেন? পণ্য কিভাবে বেচবেন? কি টেকনোলজি ব্যবহার করবেন? কি মেশিনারি ব্যবহার করবেন? কোন লোকজনকে নিয়োজিত করবেন?

ইত্যাদি সকল বিষয় নির্ভর করবে আপনার কাস্টমারের প্রোফাইলিং এর উপর।

এভাবে আপনি নাম রাখলে ভালোভাবে কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন না। নিচে কমেন্ট বক্সে বিস্তারিত লিখুন আশা করছি খুব ভালো একটি নাম পেয়ে যাবেন।

Asban Khan
asbankhan
357 Points

Popular Questions