Answered 2 years ago
ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যেতে কিংবা নিজের পছন্দসই জায়গায় যেতে জীবনে একসাথেই দুই তিনটা চাকরি বা ব্যবসা করার কোনো বিকল্প নেই। আপনি চাকরির পাশাপাশি ব্যবসা করবেন এবং একটা সময় চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় পুরোপুরি ঢুকে যাবেন সেটার জন্য শুরুতে ব্যবসায়িক মনোভাবাপন্ন না হয়ে মানুষের কল্যাণের জায়গাটাকে এগিয়ে রাখুন। এতে গেলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার ব্যবসার জায়গাটা অটোমেটিক তৈরী হয়ে যাবে।
আপনি ব্যবসার ক্ষেত্রে এমন পণ্য বাছাই করুন যাতে মানুষকে আসলে ফায়দা পৌঁছানো যায়। ধরুন এখন আমের সিজন। দুষ্ট লোকজন এসময়কে ক্ষেন্দ্র করে ফরমালিন মিশিয়ে বেশী মুনাফা অর্জনের জন্য অবৈধ পথ অবলম্বন করে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে। এখন আপনি চাইলে আপনার কাছের এমন দশজন লোককে ফরমালিন মুক্ত দশকেজি আম খাওয়ানোর পরিকল্পনা করতেই পারেন। দশজন আপনাকে একশজন কাস্টমারে নিয়ে যাবে। মনে রাখবেন, এখন মানুষ টাকা নিয়ে চিন্তা করেনা। আপনি যদি মানুষকে বিশ্বাস করাতে পারেন যে, আপনি তাদের সেরা জিনিসটা দিচ্ছেন তখন মার্কেটিংয়ের দায়িত্ব তারা নিজেরাই নিয়ে নেবে। প্রথম হয়তো লাভের মুখ দেখবেননা। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আপনাকে অবশ্যই সফলতা এনে দিতে বাধ্য।
ahmedtahsan publisher